AURTHOHIN
গুটি | Gutee - Aurthohin | Lyrics
চেয়েছিলে সব কিছু ভেঙে গুড়িয়ে দিতে
ভেবেছিলে ভেঙে পরবো আমি এই বাতাসে
করেছিলে নতুন নতুন টালবাহানা
ভেবেছিলে আকাশটা তোমার শেষ সীমানা
হাসার চেষ্টা তোমার ফোঁকলা দাঁতে
দিনের পর যে আবার রাতটা আসে
আকাশটা যে এখন হাতের কাছে
গুটি চালতে এখন কেমন লাগে
ভেবেছিলে ছিটকে পড়বো আমি বহুদূর
হারিয়ে যাবে আমার গানের কথা সুর
গিটারটা যে বাজবে না আর আগের মতই
শুকবে না আমার মনের এই ক্ষত
হাসার চেষ্টা তোমার ফোঁকলা দাঁতে
দিনের পর যে আবার রাতটা আসে
আকাশটা যে এখন হাতের নীচে
গুটি চালতে এখন কেমন লাগে
আমি তোমার প্রতি রাতের দুঃস্বপ্ন
থমকে উঠে পানির গ্লাসে হাত বাড়ানো
গলায় তোমার আটকে যাওয়া ভয়ের কাঁটা
সে যে আমার গানের সুর গানের কথা
মরিচ খেলে তো ঝাল লাগবেই
পেয়াজ কাটলে তো কান্না পাবেই
আকাশটা যে এখন পায়ের নীচে
গুটি চলতে এখন কেমন লাগে
Posted: Sunday, January 24, 2016
ভেবেছিলে ভেঙে পরবো আমি এই বাতাসে
করেছিলে নতুন নতুন টালবাহানা
ভেবেছিলে আকাশটা তোমার শেষ সীমানা
হাসার চেষ্টা তোমার ফোঁকলা দাঁতে
দিনের পর যে আবার রাতটা আসে
আকাশটা যে এখন হাতের কাছে
গুটি চালতে এখন কেমন লাগে
ভেবেছিলে ছিটকে পড়বো আমি বহুদূর
হারিয়ে যাবে আমার গানের কথা সুর
গিটারটা যে বাজবে না আর আগের মতই
শুকবে না আমার মনের এই ক্ষত
হাসার চেষ্টা তোমার ফোঁকলা দাঁতে
দিনের পর যে আবার রাতটা আসে
আকাশটা যে এখন হাতের নীচে
গুটি চালতে এখন কেমন লাগে
আমি তোমার প্রতি রাতের দুঃস্বপ্ন
থমকে উঠে পানির গ্লাসে হাত বাড়ানো
গলায় তোমার আটকে যাওয়া ভয়ের কাঁটা
সে যে আমার গানের সুর গানের কথা
মরিচ খেলে তো ঝাল লাগবেই
পেয়াজ কাটলে তো কান্না পাবেই
আকাশটা যে এখন পায়ের নীচে
গুটি চলতে এখন কেমন লাগে
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)