AURTHOHIN
গুটি | Gutee (The Final) - Aurthohin | Lyrics
#Song: Guti
#Album: Aushomapto-1
#Band: Aurthohin
#Lyrics-
অন্ধকারের শেষে আলো দেখার আশায়..
চোখ বুজে স্বপ্ন দেখার চেষ্টা কি তোমার..
মাঝরাতে ঘুমের মাঝে দুঃস্বপ্নের চিৎকার..
লাগছে কেমন হতে আমার সাফল্যের শিকার..
চেয়েছিলে আঁকতে আল্পনা আমার রক্তে
ছুঁতে ওই নীলাকাশ আমায় ছুঁড়ে ফেলে
অন্ধকারে...
ভেবেছিলে সবকিছু হবে সহজ..
গুটির চালে সবাইকে করবে বশ..
তোমার অস্তিত্ব আমার পায়ের নীচে..
খেলার শেষটা হবে আজ এখানে...
তোমার শেষ গুটির চালটা
হয়ে গেলো কেমন যেনো..
স্বপ্ন আর বাস্তবতার মাঝে কি মস্ত ফাটল..
তোমার যত অভিনয় আর সস্তা কান্না..
শুনিও তোমার বিবেকটাকে সামনে ধরে আয়না..
চেয়েছিলে আঁকতে আল্পনা আমার রক্তে
ছুঁতে ওই নীলাকাশ আমায় ছুঁড়ে ফেলে
অন্ধকারে...
ভেবেছিলে সবকিছু হবে সহজ..
গুটির চালে সবাইকে করবে বশ
তোমার অস্তিত্ব আমার পায়ের নীচে
খেলার শেষটা হবে আজ এখানে...
ভেবেছিলে সবকিছু হবে সহজ..
গুটির চালে সবাইকে করবে বশ..
তোমার অস্তিত্ব আমার পায়ের নীচে..
খেলার শেষটা হবে আজ এখানে...
Posted: Sunday, January 24, 2016
#Album: Aushomapto-1
#Band: Aurthohin
#Lyrics-
অন্ধকারের শেষে আলো দেখার আশায়..
চোখ বুজে স্বপ্ন দেখার চেষ্টা কি তোমার..
মাঝরাতে ঘুমের মাঝে দুঃস্বপ্নের চিৎকার..
লাগছে কেমন হতে আমার সাফল্যের শিকার..
চেয়েছিলে আঁকতে আল্পনা আমার রক্তে
ছুঁতে ওই নীলাকাশ আমায় ছুঁড়ে ফেলে
অন্ধকারে...
ভেবেছিলে সবকিছু হবে সহজ..
গুটির চালে সবাইকে করবে বশ..
তোমার অস্তিত্ব আমার পায়ের নীচে..
খেলার শেষটা হবে আজ এখানে...
তোমার শেষ গুটির চালটা
হয়ে গেলো কেমন যেনো..
স্বপ্ন আর বাস্তবতার মাঝে কি মস্ত ফাটল..
তোমার যত অভিনয় আর সস্তা কান্না..
শুনিও তোমার বিবেকটাকে সামনে ধরে আয়না..
চেয়েছিলে আঁকতে আল্পনা আমার রক্তে
ছুঁতে ওই নীলাকাশ আমায় ছুঁড়ে ফেলে
অন্ধকারে...
ভেবেছিলে সবকিছু হবে সহজ..
গুটির চালে সবাইকে করবে বশ
তোমার অস্তিত্ব আমার পায়ের নীচে
খেলার শেষটা হবে আজ এখানে...
ভেবেছিলে সবকিছু হবে সহজ..
গুটির চালে সবাইকে করবে বশ..
তোমার অস্তিত্ব আমার পায়ের নীচে..
খেলার শেষটা হবে আজ এখানে...
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)