CRYPTIC FATE

ভবঘুরে | Voboghure - Cryptic Fate | Lyrics

#Song: Bhoboghure
#Album: Sreshto
#Band: Cryptic Fate
#Lyrics-

বৃষ্টি ভেজা পথে ঢলে পড়ে
সোডিয়ামের সোনার আলো
আমার করতলে তোমার হাত
মনে কি পড়ে সেই রাতগুলো
সেই পথও আছে আজও সেই বাতি
এখনো বৃষ্টি হয়
শুধু তুমি নেই আজ আমার পাশে
এই পথ আর তোমার নয়

সব পাখি নীড়ে ফেরে
সব নদী মেশে সাগরে
ঠিকানা বিহীন চলি আমি
নিঃসঙ্গ এক ভবঘুরে

আজও আমি ফিরে আসি কিসের টানে
সব কিছু মনে রাখি কি কারণে
কত কথা কত ব্যথা আমার মনে
ঝড় হয়ে ঝরে পড়ে আমার গানে

ব্যস্ত শহর নিঝুম দুপুর
ঘাসে ছাওয়া উদ্যান
কৃষ্ণচূড়ার ছায়ায় তুমি আমি
আর পাখিদের কলতান
সেই মাঠেও আছে আজ সেই গাছ
পাখিরাও গায় তাদেরও গান
শুধু তুমি নেই আজ আমার সাথে
আছে তোমার না থাকার অভিমান

সব পাখি নীড়ে ফেরে
সব নদী মেশে সাগরে
ঠিকানা বিহীন চলি আমি
নিঃসঙ্গ এক ভবঘুরে

আজও আমি ফিরে আসি কিসের টানে
সব কিছু মনে রাখি কি কারণে
কত কথা কত ব্যথা আমার মনে
ঝড় হয়ে ঝরে পড়ে আমার গানে

চিলেকোঠার ছোট্ট সেই ঘর
সাজিয়েছিলে যা নিজের হাতে
যেটা হাজার দিন হাজারও রাত
স্বপ্ন দেখে গিয়েছে কেটে
তোমার হাতের গড়া সে বাগান
এখনো ফোঁটায় ফুল
ভুলে যায় মানুষ দূরে চলে যায়
তবু ফুল ফোঁটাতে গাছ
কভু করে নাকো ভুল

সব পাখি নীড়ে ফেরে
সব নদী মেশে সাগরে
ঠিকানা বিহীন চলি আমি
নিঃসঙ্গ এক ভবঘুরে

আজও আমি ফিরে আসি কিসের টানে
সব কিছু মনে রাখি কি কারণে
কত কথা কত ব্যথা আমার মনে
ঝড় হয়ে ঝরে পড়ে আমার গানে

Posted: Sunday, January 24, 2016
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)