OBLIQUE
কৈশোর | Koishor - Oblique | Lyrics
তোমার স্বপ্ন আমার সাহস
পৃথিবীর উপর অবোধ আক্রোশ
ক্লান্ত প্রহর ভুলের শহর
দিকছিন্নহীন আমার কৈশোর
আমার আবেগ তোমার বারণ
লজ্জামাখা প্রথম চুম্বন
রাতভর কথা বলা ভোর দেখার দিন
দুপুরের রোদ বিকেলগুলো রঙিন
জানবে না জানবে না তুমি
সময়ের শেকড় আমার ভেতর..
বুঝবে না বুঝবে না তুমি
আমি কতটা স্বার্থপর..
এখনোও যদি ধরে রাখো
সেই রাগটুকু আমার উপর..
পুরোপুরি বদলে গেছি
কেটে গেছে কত প্রহর..
আমি ফিরে দেখেছিলাম তোমাকে
দু'জনে মুখ ফিরিয়ে নেবার পর
এরপরও খুঁজে গিয়েছি ভালোবাসা
কেটে গেছে কতগুলো ভোর
জানবে না জানবে না তুমি
সময়ের শেকড় আমার ভেতর..
বুঝবে না বুঝবে না তুমি
আমি কতটা স্বার্থপর..
এখনোও যদি ধরে রাখো
সেই রাগটুকু আমার উপর..
পুরোপুরি বদলে গেছি
কেটে গেছে কত প্রহর..
Posted: Sunday, January 3, 2016
পৃথিবীর উপর অবোধ আক্রোশ
ক্লান্ত প্রহর ভুলের শহর
দিকছিন্নহীন আমার কৈশোর
আমার আবেগ তোমার বারণ
লজ্জামাখা প্রথম চুম্বন
রাতভর কথা বলা ভোর দেখার দিন
দুপুরের রোদ বিকেলগুলো রঙিন
জানবে না জানবে না তুমি
সময়ের শেকড় আমার ভেতর..
বুঝবে না বুঝবে না তুমি
আমি কতটা স্বার্থপর..
এখনোও যদি ধরে রাখো
সেই রাগটুকু আমার উপর..
পুরোপুরি বদলে গেছি
কেটে গেছে কত প্রহর..
আমি ফিরে দেখেছিলাম তোমাকে
দু'জনে মুখ ফিরিয়ে নেবার পর
এরপরও খুঁজে গিয়েছি ভালোবাসা
কেটে গেছে কতগুলো ভোর
জানবে না জানবে না তুমি
সময়ের শেকড় আমার ভেতর..
বুঝবে না বুঝবে না তুমি
আমি কতটা স্বার্থপর..
এখনোও যদি ধরে রাখো
সেই রাগটুকু আমার উপর..
পুরোপুরি বদলে গেছি
কেটে গেছে কত প্রহর..
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)