Mixed - Band
অপূর্ণতায় পূর্ণ | Opurnotay Purno - DOT | Lyrics
#Song: Opurnotay Purno
#Album: Prarthona
#Band: D.O.T
#Lyrics -
প্রার্থনা আমার সত্যি হয়ে
আসবে বুঝি রাতের শেষে
ক্লান্ত দু'চোখ রেখেছি মেলে
জাগাবে আলো এসে
তোমার বিষণ্ন দু'চোখ
আমার পরাজয়ের কথা বলে
তবুও কেনো আমার দেহে তোমার গন্ধ
স্বপ্নে বিভোর শহরের জনস্রোতে মানুষ খুঁজি
অন্ধ ঘৃণার কালো রোদে
শরীর ডুবিয়ে ভিজি
অসার বিকলাঙ্গ হাতে
অপার সুখের ছোয়ায় মগ্ন থাকি
তবুও কেনো এ আয়নায় তুমি নগ্ন
অসুস্থ জীবন তুলে আলোড়ন
নীরবতায় গল্প শোনায়
অসুস্থ মনে বিষাক্ত স্মৃতি
বারে বারে এসে দাগ দিয়ে যায়
আমার হাহাকার ওঠে জেগে থেকে
স্বপ্নের আর্তচিৎকার শুনি
সবশেষে সকল অপূর্ণতায় পূর্ণ আমি
নির্বাক আমি অবাক
জীবন অলস খেয়াল দিতে পারে
আমাকে আলো আমারি ঘরে অসম দেয়াল বন্দী
সরল স্রোতের আড়াল তুমি হতাশা তোমার শিকড় জুড়ে
এক বৃত্তে ঘুরছি আমি উন্মাদ দু'চোখ মুক্তি করে
অস্থিরতায় ক্লান্ত হয়ে শান্ত হলো স্বপ্ন বেশে
রিক্ত দু'হাত রেখেছি তুলে আসবে সে মৃত্যু শেষে
তোমার মনের ঘরে আমার জীর্ণ শরীর গেছে ক্ষয়ে
তবুও কেনো তোমার চোখে আমার স্বপ্ন..?
Posted: Monday, January 4, 2016
আসবে বুঝি রাতের শেষে
ক্লান্ত দু'চোখ রেখেছি মেলে
জাগাবে আলো এসে
তোমার বিষণ্ন দু'চোখ
আমার পরাজয়ের কথা বলে
তবুও কেনো আমার দেহে তোমার গন্ধ
স্বপ্নে বিভোর শহরের জনস্রোতে মানুষ খুঁজি
অন্ধ ঘৃণার কালো রোদে
শরীর ডুবিয়ে ভিজি
অসার বিকলাঙ্গ হাতে
অপার সুখের ছোয়ায় মগ্ন থাকি
তবুও কেনো এ আয়নায় তুমি নগ্ন
অসুস্থ জীবন তুলে আলোড়ন
নীরবতায় গল্প শোনায়
অসুস্থ মনে বিষাক্ত স্মৃতি
বারে বারে এসে দাগ দিয়ে যায়
আমার হাহাকার ওঠে জেগে থেকে
স্বপ্নের আর্তচিৎকার শুনি
সবশেষে সকল অপূর্ণতায় পূর্ণ আমি
নির্বাক আমি অবাক
জীবন অলস খেয়াল দিতে পারে
আমাকে আলো আমারি ঘরে অসম দেয়াল বন্দী
সরল স্রোতের আড়াল তুমি হতাশা তোমার শিকড় জুড়ে
এক বৃত্তে ঘুরছি আমি উন্মাদ দু'চোখ মুক্তি করে
অস্থিরতায় ক্লান্ত হয়ে শান্ত হলো স্বপ্ন বেশে
রিক্ত দু'হাত রেখেছি তুলে আসবে সে মৃত্যু শেষে
তোমার মনের ঘরে আমার জীর্ণ শরীর গেছে ক্ষয়ে
তবুও কেনো তোমার চোখে আমার স্বপ্ন..?
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)