WARFAZE
অমানুষ | Omanush - Warfaze | Lyrics
#Song: Omanush
#Album: Poth Chola
#Band: Warfaze
#Lyrics-
শেষ বিকেল আলো আধাঁরি আবছায়া
তুমি অস্পৃশ্য প্রতিমা..
রোদ পোড়া নীল ধমনী রক্তধারায়
বিষাদ দহন তীব্রতায়..
আশা হারিয়ে স্বপ্নহীনতায়
আমি আঁকড়ে আঁধার..
দগ্ধ আঘাতের পরশ তুমি দিয়েছো আমায়..
চাইনা তোমায় আমি কখনও
আমারই আশে পাশে..
ঘৃণা আজন্ম রয়ে যাবে
তোমায় তোমায় ভেবে..
জ্বলে ছারখার হয়ে যাও তুমি
ঘৃণার আগুনে পুড়ে..
পাবে নাকো ক্ষমা কোনদিনও
আমার কাছ থেকে..
..............ক্ষমার যোগ্য নও তুমি
তোমার স্বীকৃত মনুষ্যত্ব সদা
আমার চোখে প্রহসন..
লোভে গর্হিত সৎ আবয়ব
ঘৃণায় নত আয়োজন..
তুমি যদি প্রকৃত মানুষ হও
আমি অমানুষ হব..
তোমার কৃতকর্ম যদি পুন্য হতো
আমি পাপ বরণ করবো..
Posted: Saturday, January 30, 2016
#Album: Poth Chola
#Band: Warfaze
#Lyrics-
শেষ বিকেল আলো আধাঁরি আবছায়া
তুমি অস্পৃশ্য প্রতিমা..
রোদ পোড়া নীল ধমনী রক্তধারায়
বিষাদ দহন তীব্রতায়..
আশা হারিয়ে স্বপ্নহীনতায়
আমি আঁকড়ে আঁধার..
দগ্ধ আঘাতের পরশ তুমি দিয়েছো আমায়..
চাইনা তোমায় আমি কখনও
আমারই আশে পাশে..
ঘৃণা আজন্ম রয়ে যাবে
তোমায় তোমায় ভেবে..
জ্বলে ছারখার হয়ে যাও তুমি
ঘৃণার আগুনে পুড়ে..
পাবে নাকো ক্ষমা কোনদিনও
আমার কাছ থেকে..
..............ক্ষমার যোগ্য নও তুমি
তোমার স্বীকৃত মনুষ্যত্ব সদা
আমার চোখে প্রহসন..
লোভে গর্হিত সৎ আবয়ব
ঘৃণায় নত আয়োজন..
তুমি যদি প্রকৃত মানুষ হও
আমি অমানুষ হব..
তোমার কৃতকর্ম যদি পুন্য হতো
আমি পাপ বরণ করবো..
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)