WARFAZE
নেই প্রয়োজন | Nei Proyojon - Warfaze | Lyrics
#Song: Nei Proyojon
#Album: Poth Chola
#Band: Warfaze
#Lyrics-
তুমি আমি যেন ছিলেম স্বপ্নে গড়া যুগল..
জলরঙ্গে আঁকা ছিলো যে স্বপ্নে ভরা ভুবন..
কত সুখের আনাগোনায় কেটেছিল সময়..
বসে ভাবি আজও আমি কি করে এমন হয়..
আজ তোমাকে নেই প্রয়োজন
নেই আয়োজন নেই এই মনে..
ভালোবাসা যে ধূলোবালিতে
মিশে যায় সময়ের এই ক্ষনে..
দিন কেটে যায় তুমি নেই তবুও..
রাত্রি পোহায় তুমি নেই তবুও..
সেই তুমি যে আজ নেই পাশে
হেটে চলি পথে আমি আজ একা..
সেই তুমি যে আজ পর হলে
রেখে গেলে না পাওয়ার কত ব্যাথা..
দিন কেটে যায় তুমি নেই তবুও..
রাত্রি পোহায় তুমি নেই তবুও..
আজ তোমাকে নেই প্রয়োজন
নেই আয়োজন নেই এই মনে..
ভালোবাসা যে ধূলোবালিতে
মিশে যায় সময়ের এই ক্ষনে..
ছেড়ে গেলে তাই বলে কি
বৃথা যাবে এই জীবন..
তবু আগাই সামনে দেখো আমি
স্বপ্নে ভরা দু’নয়ন..
আজ তোমাকে নেই প্রয়োজন
নেই আয়োজন নেই এই মনে..
ভালোবাসা যে ধূলোবালিতে
মিশে যায় সময়ের এই ক্ষনে..
Posted: Saturday, January 30, 2016
#Album: Poth Chola
#Band: Warfaze
#Lyrics-
তুমি আমি যেন ছিলেম স্বপ্নে গড়া যুগল..
জলরঙ্গে আঁকা ছিলো যে স্বপ্নে ভরা ভুবন..
কত সুখের আনাগোনায় কেটেছিল সময়..
বসে ভাবি আজও আমি কি করে এমন হয়..
আজ তোমাকে নেই প্রয়োজন
নেই আয়োজন নেই এই মনে..
ভালোবাসা যে ধূলোবালিতে
মিশে যায় সময়ের এই ক্ষনে..
দিন কেটে যায় তুমি নেই তবুও..
রাত্রি পোহায় তুমি নেই তবুও..
সেই তুমি যে আজ নেই পাশে
হেটে চলি পথে আমি আজ একা..
সেই তুমি যে আজ পর হলে
রেখে গেলে না পাওয়ার কত ব্যাথা..
দিন কেটে যায় তুমি নেই তবুও..
রাত্রি পোহায় তুমি নেই তবুও..
আজ তোমাকে নেই প্রয়োজন
নেই আয়োজন নেই এই মনে..
ভালোবাসা যে ধূলোবালিতে
মিশে যায় সময়ের এই ক্ষনে..
ছেড়ে গেলে তাই বলে কি
বৃথা যাবে এই জীবন..
তবু আগাই সামনে দেখো আমি
স্বপ্নে ভরা দু’নয়ন..
আজ তোমাকে নেই প্রয়োজন
নেই আয়োজন নেই এই মনে..
ভালোবাসা যে ধূলোবালিতে
মিশে যায় সময়ের এই ক্ষনে..
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)