WARFAZE

যত দূরে | Joto Dure - Warfaze | Lyrics

#Song: Joto Durey
#Vocal: Balam | Mizan
#Album: Alo | Pothchola
#Band: Warfaze
#Lyrics-

চুপচাপ চারিদিক্‌ মাতাল হাওয়া..
পাখিদের কোলাহলে মন যে হারা..
হঠাৎ দেখি তোমাকে অচেনা ছায়ায়..
আমার এ স্বপনে একা এ যে তুমি..
নিঃশব্দে এলে তুমি আমার এ ভুবনে..
গোধূলি হয়ে রবে তুমি আমার-ই চিরকাল..
যত দূরেই থাকো রবে আমার ই..
হারিয়ে যেওনা কখনো তুমি..

কতকাল রয়েছি তোমার ই পথ চেয়ে..
কতো রাত কেটেছে তোমার ই আশাতে..
যত দূরেই থাকো রবে আমার ই..
হারিয়ে যেওনা কখনো তুমি..

চুপচাপ চারিদিক্‌ মাতাল হাওয়া..
পাখিদের কোলাহলে মন যে হারা..
হঠাৎ দেখি তোমাকে অচেনা ছায়ায়..
আমার এ স্বপনে একা এ যে তুমি..
নিঃশব্দে এলে তুমি আমার এ ভুবনে..
গোধূলি হয়ে রবে তুমি আমার ই চিরকাল..
যত দূরেই থাকো রবে আমার ই..
হারিয়ে যেওনা কখনো তুমি...

Posted: Monday, February 1, 2016
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)