POWERSURGE
মিথ্যের আগ্রাসন | Mitther Agrashon - Powersurge | Lyrics
রক্তলাল ঐ সূর্যটা আজ নিস্প্রাণ
প্রতিটি প্রতিটি ইঁট ইঁট প্রাচীরের
গড়েছে সেই অসহায়ের দল
কেঁদে উঠে তারা আর্তচিৎকারে
মিথ্যের মায়াজালে আটকে পড়ে আমি আজ
বিক্ষত শূণ্যতা ছাড়া আমার কিছু নেই
অবরূদ্ধ কারাগারে বন্দী আজ
সমাধী...সমাধী...
আহত মানুষের রক্তাক্ত বন্ধন
খুঁজে ফিরে রক্তের পিপাসায়
মিথ্যের মায়াজালে আটকে পড়ে আমি আজ
বিক্ষত শূণ্যতা ছাড়া আমার কিছু নেই
ওরা আমার রক্ত নিয়েছে
বিনিময়ে হাতে শিকল দিয়েছে
রক্তের বিনিময়ে হোক আমার ওদের চাই
সব আঁধার শেষে বিষন্ন চাঁদের আলো
তোমার দরজায় কড়া নাড়ে
সীমাহীন কাতরতায় পড়ে আছে
মুমূর্ষু মানবতা
অতৃপ্ত বলিষ্ঠের দল
সব ধ্বংস আর নস্টের মূল
তৃষ্ণার্তের আজ হাহাকারে
খুঁজে যাবে এক অচেনা স্বপ্ন
মৃত্যুর কালে জানবে মানুষ
নিঃস্ব তারা ছিল পৃথিবীতে
রক্তাক্ত উল্লাসে মেতে উঠে
তারা গনতন্ত্রের স্রষ্টা
বুটের তলায় পিষ্ট মানবতা
কেঁদে উঠে আর্তচিৎকারে
বেড়ে উঠে কিছু অপ্রিয় সত্য কারাগারে
সব আঁধার শেষে বিষন্ন চাঁদের আলো
তোমার দরজায় কড়া নাড়ে
সীমাহীন কাতরতায় পড়ে আছে
মুমূর্ষু মানবতা
Posted: Friday, February 5, 2016
প্রতিটি প্রতিটি ইঁট ইঁট প্রাচীরের
গড়েছে সেই অসহায়ের দল
কেঁদে উঠে তারা আর্তচিৎকারে
মিথ্যের মায়াজালে আটকে পড়ে আমি আজ
বিক্ষত শূণ্যতা ছাড়া আমার কিছু নেই
অবরূদ্ধ কারাগারে বন্দী আজ
সমাধী...সমাধী...
আহত মানুষের রক্তাক্ত বন্ধন
খুঁজে ফিরে রক্তের পিপাসায়
মিথ্যের মায়াজালে আটকে পড়ে আমি আজ
বিক্ষত শূণ্যতা ছাড়া আমার কিছু নেই
ওরা আমার রক্ত নিয়েছে
বিনিময়ে হাতে শিকল দিয়েছে
রক্তের বিনিময়ে হোক আমার ওদের চাই
সব আঁধার শেষে বিষন্ন চাঁদের আলো
তোমার দরজায় কড়া নাড়ে
সীমাহীন কাতরতায় পড়ে আছে
মুমূর্ষু মানবতা
অতৃপ্ত বলিষ্ঠের দল
সব ধ্বংস আর নস্টের মূল
তৃষ্ণার্তের আজ হাহাকারে
খুঁজে যাবে এক অচেনা স্বপ্ন
মৃত্যুর কালে জানবে মানুষ
নিঃস্ব তারা ছিল পৃথিবীতে
রক্তাক্ত উল্লাসে মেতে উঠে
তারা গনতন্ত্রের স্রষ্টা
বুটের তলায় পিষ্ট মানবতা
কেঁদে উঠে আর্তচিৎকারে
বেড়ে উঠে কিছু অপ্রিয় সত্য কারাগারে
সব আঁধার শেষে বিষন্ন চাঁদের আলো
তোমার দরজায় কড়া নাড়ে
সীমাহীন কাতরতায় পড়ে আছে
মুমূর্ষু মানবতা
Post By: FarhaN Fahidur Rahim
1 মন্তব্য(গুলি)
মনে মনে
ReplyDelete