MECHANIX
ধ্রুবসর | Dhrubosor - Mechanix | Lyrics
ছায়াকে বিভক্ত হতে দেখেছি
রোদের অভাবে ছায়ার ভেতরে
সহিসের মৃত ঘোড়া ধীরে পথের কবর
শেষে আমাকে বিভক্ত হতে দেখে
আমার পৃথক অস্তিত্ব নেই..
তারও আগে ধ্রুবসরে
ভেসে যায় অপরাপর..
হিমঘর থেকে বলি
আমার কোনো পৃথক অস্তিত্ব নেই..
ক্রোধের দাবানল ওখানে নিরন্তর
আমার শেকর খুঁজে পেয়েছিলে
সহস্র মৃতের ভেতর জ্বলে
আমার অস্তিত্ব আমার ঠিকানা
সহস্র নিপীড়িতের
চোখে আমার এই নামে
জ্বলছে এই আগুনে
তারও আগে ধ্রুবসরে
ভেসে যায় অপরাপর..
হিমঘর থেকে বলি
আমার কোনো পৃথক অস্তিত্ব নেই..
Posted: Thursday, February 25, 2016
রোদের অভাবে ছায়ার ভেতরে
সহিসের মৃত ঘোড়া ধীরে পথের কবর
শেষে আমাকে বিভক্ত হতে দেখে
আমার পৃথক অস্তিত্ব নেই..
তারও আগে ধ্রুবসরে
ভেসে যায় অপরাপর..
হিমঘর থেকে বলি
আমার কোনো পৃথক অস্তিত্ব নেই..
ক্রোধের দাবানল ওখানে নিরন্তর
আমার শেকর খুঁজে পেয়েছিলে
সহস্র মৃতের ভেতর জ্বলে
আমার অস্তিত্ব আমার ঠিকানা
সহস্র নিপীড়িতের
চোখে আমার এই নামে
জ্বলছে এই আগুনে
তারও আগে ধ্রুবসরে
ভেসে যায় অপরাপর..
হিমঘর থেকে বলি
আমার কোনো পৃথক অস্তিত্ব নেই..
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)