BLACK

রোদের ভেতর রোদ (Blues & Rod) - Black | Lyrics

#Song: Roder Bhetor Rod 
#Vocal: Jon 
#Album: Projonmo 
#Band: Black 
#Lyrics -

স্পর্শ নয় মৌনতা নয় পাশাপাশি থাকা
মাটির গভীরে মাটি আর জলের গভীরে জল
কাব্য নয়, রাত জাগা নয়, পাশাপাশি হাঁটা

রোদের ভেতরে রোদ....
ক্রোধের ভেতরে ক্রোধ....
রোদের ভেতরে রোদ....
ক্রোধের ভেতরে ক্রোধ....

এ রকম ভালোবাসায় বিশ্বাসী নও তুমি
অথচ তোমাকে আজ দেখি এই আমি
অজস্র ছায়ার পাশে দাঁড়িয়ে
কী যেন খুঁজছো

রোদের ভেতরে রোদ
ক্রোধের ভেতরে ক্রোধ
রোদের ভেতরে রোদ
ক্রোধের ভেতরে ক্রোধ

Posted: Friday, April 29, 2016
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)