WINNING
দূর পাহাড় | Dur Pahar - Winning | Lyrics
ঐ দূর পাহাড়ের ধারে দিগন্তেরই কাছে
নিঃসঙ্গ বসে একটি মেয়ে গাইছে
আপন সুরে আপন সুরে আপন সুরে
আমি সেই সুরেরই টানে
ছুটে চলেছি তার পানে
আমি সেই সুরেরই টানে
ছুটে চলেছি তার পানে
তার বেদনার সঙ্গী হতে
সেই সুর আমায়
শুধু ডাকে শুধু ডাকে শুধু ডাকে
ঐ দূর পাহাড়ের ধারে দিগন্তেরই কাছে
নিঃসঙ্গ বসে একটি মেয়ে গাইছে
আপন সুরে আপন সুরে আপন সুরে
মনে হয় তার সেই সুরে
কত বেদনা আছে লুকিয়ে
মনে হয় তার সেই সুরে
কত বেদনা আছে লুকিয়ে
শত দুঃখের রজনী পেরিয়ে
সেই সুর যেন
ভেসে আসে ভেসে আসে ভেসে আসে
ঐ দূর পাহাড়ের ধারে দিগন্তেরই কাছে
নিঃসঙ্গ বসে একটি মেয়ে গাইছে
আপন সুরে আপন সুরে আপন সুরে
Posted: Sunday, May 1, 2016
নিঃসঙ্গ বসে একটি মেয়ে গাইছে
আপন সুরে আপন সুরে আপন সুরে
আমি সেই সুরেরই টানে
ছুটে চলেছি তার পানে
আমি সেই সুরেরই টানে
ছুটে চলেছি তার পানে
তার বেদনার সঙ্গী হতে
সেই সুর আমায়
শুধু ডাকে শুধু ডাকে শুধু ডাকে
ঐ দূর পাহাড়ের ধারে দিগন্তেরই কাছে
নিঃসঙ্গ বসে একটি মেয়ে গাইছে
আপন সুরে আপন সুরে আপন সুরে
মনে হয় তার সেই সুরে
কত বেদনা আছে লুকিয়ে
মনে হয় তার সেই সুরে
কত বেদনা আছে লুকিয়ে
শত দুঃখের রজনী পেরিয়ে
সেই সুর যেন
ভেসে আসে ভেসে আসে ভেসে আসে
ঐ দূর পাহাড়ের ধারে দিগন্তেরই কাছে
নিঃসঙ্গ বসে একটি মেয়ে গাইছে
আপন সুরে আপন সুরে আপন সুরে
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)