Mixed Mp3 Songs
ভাঁজ খোলো | Vaj Kholo - সঞ্জীব চৌধুরী | Lyrics
তোমার ভাঁজ খোলো
আনন্দ দেখাও
করি প্রেমের তর্জমা
যে বাক্য অন্তরে ধরি
নাই দাঁড়ি তার নাই কমা
তীর্থে তীর্থে বেড়াই ঘুরি
পন্থে পন্থে বেড়াই ঘুরি
মনকে ব্যাঁকাত্যাড়া করি
মনের মেঘ তো সরে না
তোমার ভাঁজ খোলো
আনন্দ দেখাও
করি প্রেমের তর্জমা
দাঁড় টেনেছি দাঁড়ির সঙ্গে
তীর ভেঙেছি তার ই রঙ্গে
কী বিভঙ্গ নারীর অঙ্গে
পুষ্পে মধু ধরে না
তোমার ভাঁজ খোলো
আনন্দ দেখাও
করি প্রেমের তর্জমা
বর্ষা দেখাও গ্রীষ্ম দেখাও
শীত বসন্ত শরৎ দেখাও
স্বরব্যঞ্জন বর্ণ শেখাও
ওম ছাড়া শীত মরে না
তোমার ভাঁজ খোলো
আনন্দ দেখাও
করি প্রেমের তর্জমা
যে বাক্য অন্তরে ধরি
নাই দাঁড়ি তার নাই কমা
Posted: Sunday, May 1, 2016
আনন্দ দেখাও
করি প্রেমের তর্জমা
যে বাক্য অন্তরে ধরি
নাই দাঁড়ি তার নাই কমা
তীর্থে তীর্থে বেড়াই ঘুরি
পন্থে পন্থে বেড়াই ঘুরি
মনকে ব্যাঁকাত্যাড়া করি
মনের মেঘ তো সরে না
তোমার ভাঁজ খোলো
আনন্দ দেখাও
করি প্রেমের তর্জমা
দাঁড় টেনেছি দাঁড়ির সঙ্গে
তীর ভেঙেছি তার ই রঙ্গে
কী বিভঙ্গ নারীর অঙ্গে
পুষ্পে মধু ধরে না
তোমার ভাঁজ খোলো
আনন্দ দেখাও
করি প্রেমের তর্জমা
বর্ষা দেখাও গ্রীষ্ম দেখাও
শীত বসন্ত শরৎ দেখাও
স্বরব্যঞ্জন বর্ণ শেখাও
ওম ছাড়া শীত মরে না
তোমার ভাঁজ খোলো
আনন্দ দেখাও
করি প্রেমের তর্জমা
যে বাক্য অন্তরে ধরি
নাই দাঁড়ি তার নাই কমা
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)