LRB | AB
আমি ভেবেছি | Ami Vebechi - LRB | Lyrics
আমি ভেবেছি শুধু এমন হবে
জীবনের প্রতিটি বাকে তুমি আমার হবে
প্রতিটি দিনে, প্রতিটি ক্ষণে তুমি আমার হবে
শয়নে স্বপনে তুমি আমার হবে
আমি ভেবেছি শুধু এমন হবে
এমন তো হয়নি, তবুও আমি বেঁচে আছি
জীবন আর মরণের মাঝামাঝি
তুমি হীনা জীবনের কোন সুর নেই
নেই কোন সুখ, আর স্বপ্নও নেই
হৃদয়টা ভেঙ্গে গেছে, তবুও বেঁচে আছি
সারাক্ষণ তোমাকেই খুঁজে ফিরি
তুমি হীনা জীবনের কোন সুর নেই
নেই কোন ছন্দ, স্বপ্নও নেই
Posted: Friday, May 6, 2016
জীবনের প্রতিটি বাকে তুমি আমার হবে
প্রতিটি দিনে, প্রতিটি ক্ষণে তুমি আমার হবে
শয়নে স্বপনে তুমি আমার হবে
আমি ভেবেছি শুধু এমন হবে
এমন তো হয়নি, তবুও আমি বেঁচে আছি
জীবন আর মরণের মাঝামাঝি
তুমি হীনা জীবনের কোন সুর নেই
নেই কোন সুখ, আর স্বপ্নও নেই
হৃদয়টা ভেঙ্গে গেছে, তবুও বেঁচে আছি
সারাক্ষণ তোমাকেই খুঁজে ফিরি
তুমি হীনা জীবনের কোন সুর নেই
নেই কোন ছন্দ, স্বপ্নও নেই
Post By: FarhaN Fahidur Rahim
1 মন্তব্য(গুলি)
Thank you ☺ অসাধারণ Lyrics
ReplyDelete