LRB | AB
কত দিন দেখেনি দু'চোখ | Koto Din Dekhini Duchokh - LRB | Lyrics
#Song: Kotodin Dekhini Du Chokh
#Artist: Ayub Bachchu
#Composer: Prince Mahmud
#Album: Ekhono Du Chokhe Bonna
#Lyrics -
এই রুপালি রাত তারার মেলায়
উকি দেয়া মেঘের ভেলায়
উদাসী মন শুধু হারায়
মন প্রয়োজন অনুভবে অপার
নিবির এক বাঁধনের বন্যায়
দূরে আছে আমারি আশায়
কতদিন দেখিনি দু'চোখ
নির্ঘুম চোখ বন্ধু তোমায়
তুমি কি এমন সময়
তাকিয়ে আকাশ, ভাবছো আমায়?
এই রাত এমন রাত
এখানে সব বলা যায়
খুলে দাও মনের দ্বার
দেখো আছি পাশে তোমার
ভালোলাগা সব নিয়ে
সাদা মেঘ উরে যায়
তুমি পাবে ছোঁয়া তার
পাঠালাম যা তোমায়
কতদিন দেখিনি দু'চোখ
নির্ঘুম চোখ বন্ধু তোমায়
তুমি কি এমন সময়
তাকিয়ে আকাশ, ভাবছো আমায়?
মায়াময় এই রাতে
শিশ দিয়ে যায় যে হাওয়া
তোমারি জন্য গান
তোমাতেই পৃথিবী পাওয়া
জল জোছনার মাঝে
ভালোলাগা ছড়ালাম
অনুরঙ্গে থেকে যাবে
তোমারি ভাবনায়
কতদিন দেখিনি দু'চোখ
নির্ঘুম চোখ বন্ধু তোমায়
তুমি কি এমন সময়
তাকিয়ে আকাশ, ভাবছো আমায়?
Posted: Friday, May 6, 2016
#Artist: Ayub Bachchu
#Composer: Prince Mahmud
#Album: Ekhono Du Chokhe Bonna
#Lyrics -
এই রুপালি রাত তারার মেলায়
উকি দেয়া মেঘের ভেলায়
উদাসী মন শুধু হারায়
মন প্রয়োজন অনুভবে অপার
নিবির এক বাঁধনের বন্যায়
দূরে আছে আমারি আশায়
কতদিন দেখিনি দু'চোখ
নির্ঘুম চোখ বন্ধু তোমায়
তুমি কি এমন সময়
তাকিয়ে আকাশ, ভাবছো আমায়?
এই রাত এমন রাত
এখানে সব বলা যায়
খুলে দাও মনের দ্বার
দেখো আছি পাশে তোমার
ভালোলাগা সব নিয়ে
সাদা মেঘ উরে যায়
তুমি পাবে ছোঁয়া তার
পাঠালাম যা তোমায়
কতদিন দেখিনি দু'চোখ
নির্ঘুম চোখ বন্ধু তোমায়
তুমি কি এমন সময়
তাকিয়ে আকাশ, ভাবছো আমায়?
মায়াময় এই রাতে
শিশ দিয়ে যায় যে হাওয়া
তোমারি জন্য গান
তোমাতেই পৃথিবী পাওয়া
জল জোছনার মাঝে
ভালোলাগা ছড়ালাম
অনুরঙ্গে থেকে যাবে
তোমারি ভাবনায়
কতদিন দেখিনি দু'চোখ
নির্ঘুম চোখ বন্ধু তোমায়
তুমি কি এমন সময়
তাকিয়ে আকাশ, ভাবছো আমায়?
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)