Mixed Mp3 Songs
এক জীবনে | Ek Jibone - Subhamita | Lyrics
গান - এক জীবনে
এ্যালবাম - মনের হদিশ
কথা ও সুর - নচিকেতা
কণ্ঠ - সুভমিতা
এক জীবনে না না হয়ত নয় এক জীবনে
না যাবে না তোমায় জানা তুমি আকাশ অজানা
ঘুরে ঘুরে নানা সুরে নানা রঙে
এঁকে যাও মনো নিসঙ্গোপনে
এক জীবনে না না হয়ত নয় এক জীবনে
এক জীবনে যায় কি গোনা আকাশ ভরা তারা
এক জীবনে যায় দেখা সব স্বপ্ন পাগল পারা
না ! তবে কি ভুল? স্বপ্ন রঙ ঝরা বকুল
জানি না কি স্রোতে ভেসে ভেসে
আজ হারানো নিজের ঠিকানা
না যাবে না তোমায় জানা তুমি আকাশ অজানা
ঘুরে ঘুরে নানা সুরে নানা রঙে
এঁকে যাও মনো নিসঙ্গোপনে
এক জীবনে না না হয়ত নয় এক জীবনে
এক জীবনে যায় কি পাওয়া চাই যা মনের মতন
এক জীবনে যায় কি দেওয়া হৃদয় যখন তখন
না ! তবে কি ভুল? স্বপ্ন রঙ ঝরা বকুল
এ মন ব্যাকুল ছাড়িয়ে দুকূল হারাতে কোথায় মানা
না যাবে না তোমায় জানা তুমি আকাশ অজানা
ঘুরে ঘুরে নানা সুরে নানা রঙে
এঁকে যাও মনো নিসঙ্গোপনে
এক জীবনে না না হয়ত নয় এক জীবনে
Posted: Wednesday, May 4, 2016
এ্যালবাম - মনের হদিশ
কথা ও সুর - নচিকেতা
কণ্ঠ - সুভমিতা
এক জীবনে না না হয়ত নয় এক জীবনে
না যাবে না তোমায় জানা তুমি আকাশ অজানা
ঘুরে ঘুরে নানা সুরে নানা রঙে
এঁকে যাও মনো নিসঙ্গোপনে
এক জীবনে না না হয়ত নয় এক জীবনে
এক জীবনে যায় কি গোনা আকাশ ভরা তারা
এক জীবনে যায় দেখা সব স্বপ্ন পাগল পারা
না ! তবে কি ভুল? স্বপ্ন রঙ ঝরা বকুল
জানি না কি স্রোতে ভেসে ভেসে
আজ হারানো নিজের ঠিকানা
না যাবে না তোমায় জানা তুমি আকাশ অজানা
ঘুরে ঘুরে নানা সুরে নানা রঙে
এঁকে যাও মনো নিসঙ্গোপনে
এক জীবনে না না হয়ত নয় এক জীবনে
এক জীবনে যায় কি পাওয়া চাই যা মনের মতন
এক জীবনে যায় কি দেওয়া হৃদয় যখন তখন
না ! তবে কি ভুল? স্বপ্ন রঙ ঝরা বকুল
এ মন ব্যাকুল ছাড়িয়ে দুকূল হারাতে কোথায় মানা
না যাবে না তোমায় জানা তুমি আকাশ অজানা
ঘুরে ঘুরে নানা সুরে নানা রঙে
এঁকে যাও মনো নিসঙ্গোপনে
এক জীবনে না না হয়ত নয় এক জীবনে
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)