Mixed Mp3 Songs
কোথা পাবি মন | Kotha Pabi Mon - Subhamita | Lyrics
গান - কোথা পাবি মন
এ্যালবাম - মনের হদিশ
কথা ও সুর - নচিকেতা
কণ্ঠ - সুভামিতা
কোথা পাবি মন ওরে মন আমার মন ভালোবাসা
দ্বিধাহিন স্বপ্ন সুনির্বিড় হয়ে সুনিবিড় জিজ্ঞাসা
কোথা পাবি মন ওরে মন আমার মন ভালবাসা
দ্বিধাহিন স্বপ্ন সুনির্বিড় হয়ে সুনিবিড় জিজ্ঞাসা
তোর হল্লা দুটি চোখ চেয়ে আছে রে পথ
সেই পথেই আছে মুক্তি মহাকালের রথ
তাই প্রতিক্ষা তোর গানে
তোর অঘোষিত তানে পায় ভাষা
কোথা পাবি মন ওরে মন আমার মন ভালোবাসা
দ্বিধাহিন স্বপ্ন সুনির্বিড় হয়ে সুনিবিড় জিজ্ঞাসা
বুঝে নে রে মন বুঝে নে রে মন নিসাব কোনদিনও
বলে দে রে মন সবকিছুকেই কোন ভাবে যায় না কেনা
বুঝে নে রে মন বুঝে নে রে মন নিসাব কোনদিনও
বলে দে রে মন সবকিছুকেই কোন ভাবে যায় না কেনা
তাই আকাশে ছড়িয়ে দে রে তোর অভিমত
সেই পথেই আছে মুক্তি মহাকালের রথ
তাই প্রতিক্ষা তোর গানে
তোর অঘোষিত তানে পায় ভাষা
কোথা পাবি মন ওরে মন আমার মন ভালবাসা
দ্বিধাহিন স্বপ্ন সুনির্বিড় হয়ে সুনিবিড় জিজ্ঞাসা
ডেকে নে রে মন ডেকে নে রে তোর বলার ছন্দে তাকে
আধারে নিস্তব্ধ পথে দেখেছিলিস যাকে
ডেকে নে রে মন ডেকে নে রে তোর বলার ছন্দে তাকে
আধারে নিস্তব্ধ পথে দেখেছিলিস যাকে
ভুল পথের ধুলোয় চেনা সুখ চেনা গথ
সেই পথেই আছে মুক্তি মহাকালের রথ
তাই প্রতিক্ষা তোর গানে
তোর অঘোষিত তানে পায় ভাষা
কোথা পাবি মন ওরে মন আমার মন ভালোবাসা
দ্বিধাহিন স্বপ্ন সুনির্বিড় হয়ে সুনিবিড় জিজ্ঞাসা
Posted: Wednesday, May 4, 2016
এ্যালবাম - মনের হদিশ
কথা ও সুর - নচিকেতা
কণ্ঠ - সুভামিতা
কোথা পাবি মন ওরে মন আমার মন ভালোবাসা
দ্বিধাহিন স্বপ্ন সুনির্বিড় হয়ে সুনিবিড় জিজ্ঞাসা
কোথা পাবি মন ওরে মন আমার মন ভালবাসা
দ্বিধাহিন স্বপ্ন সুনির্বিড় হয়ে সুনিবিড় জিজ্ঞাসা
তোর হল্লা দুটি চোখ চেয়ে আছে রে পথ
সেই পথেই আছে মুক্তি মহাকালের রথ
তাই প্রতিক্ষা তোর গানে
তোর অঘোষিত তানে পায় ভাষা
কোথা পাবি মন ওরে মন আমার মন ভালোবাসা
দ্বিধাহিন স্বপ্ন সুনির্বিড় হয়ে সুনিবিড় জিজ্ঞাসা
বুঝে নে রে মন বুঝে নে রে মন নিসাব কোনদিনও
বলে দে রে মন সবকিছুকেই কোন ভাবে যায় না কেনা
বুঝে নে রে মন বুঝে নে রে মন নিসাব কোনদিনও
বলে দে রে মন সবকিছুকেই কোন ভাবে যায় না কেনা
তাই আকাশে ছড়িয়ে দে রে তোর অভিমত
সেই পথেই আছে মুক্তি মহাকালের রথ
তাই প্রতিক্ষা তোর গানে
তোর অঘোষিত তানে পায় ভাষা
কোথা পাবি মন ওরে মন আমার মন ভালবাসা
দ্বিধাহিন স্বপ্ন সুনির্বিড় হয়ে সুনিবিড় জিজ্ঞাসা
ডেকে নে রে মন ডেকে নে রে তোর বলার ছন্দে তাকে
আধারে নিস্তব্ধ পথে দেখেছিলিস যাকে
ডেকে নে রে মন ডেকে নে রে তোর বলার ছন্দে তাকে
আধারে নিস্তব্ধ পথে দেখেছিলিস যাকে
ভুল পথের ধুলোয় চেনা সুখ চেনা গথ
সেই পথেই আছে মুক্তি মহাকালের রথ
তাই প্রতিক্ষা তোর গানে
তোর অঘোষিত তানে পায় ভাষা
কোথা পাবি মন ওরে মন আমার মন ভালোবাসা
দ্বিধাহিন স্বপ্ন সুনির্বিড় হয়ে সুনিবিড় জিজ্ঞাসা
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)