WINNING

মন কি যে চায় বলো | Mon Ki Je Chay Bolo - Winning | Lyrics

মন কি যে চায় বলো
যারে দেখি লাগে ভাল
এ মন সেতো বাধা পড়ে না
কি যেনো কেন জানি না

কাছে এসে পাশে বসে কথা বলে যে
এমন বলে সে আমায় ভালবেসেছে
চোখে চোখে চোখ রেখে কথা বলেছে
বোঝাতে পারিনি তারে ভালবেসেছি
কি করে যায় সে বলা
আমি আজও শিখিনি

মন কি যে চায় বলো
যারে দেখি লাগে ভাল
এ মন সেতো বাধা পড়ে না
কি যেনো কেন জানি না

প্রেম ভরা মন নিয়ে চলেছি একা
ভাবি শুধু কবে পাব তার দেখা
কথা আছে জীবনে প্রেম আসে একবার
আমার জীবনে সে আসবে কবে আর
জীবনে প্রেম হবে কিনা
আমি তাও জানি না

মন কি যে চায় বলো
যারে দেখি লাগে ভাল
এ মন সেতো বাধা পড়ে না
কি যেনো কেন জানি না

Posted: Wednesday, May 4, 2016
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)