Kolkata Movie Song
প্রেম আমার | Prem Amar Title Song | Prem Amar Movie | Lyrics
ধীকি ধীকি জ্বালা বুকের মাঝে
এ প্রেমের ফাগুনে
গলে যায় মন মোমের মত
হৃদয়ের আগুনে
মনে যন্ত্রনা, প্রেমে সান্ত্বনা
তবু আশা কি থামে
কিছু স্বপ্ন যে পেল রং খুজে
আজ তোমার ই নামে
প্রেম আমার ও হো প্রেম আমার
প্রেম আমার, প্রেম আমার
এই আগুন দিলো যে ছোঁয়া
পুড়ে মন ওঠেনা ধোঁয়া
নীল আন্ধকার প্রেম বারেবার
এই বুকে ঢেউ তোলে
বাধ ভাঙ্গা সুখ লাজে রাঙা মুখ
তোলে স্বপ্নেরই মনে
প্রেম আমার ও হো প্রেম আমার
এ প্রেমের ফাগুনে
গলে যায় মন মোমের মত
হৃদয়ের আগুনে
মনে যন্ত্রনা, প্রেমে সান্ত্বনা
তবু আশা কি থামে
কিছু স্বপ্ন যে পেল রং খুজে
আজ তোমার ই নামে
প্রেম আমার ও হো প্রেম আমার
প্রেম আমার, প্রেম আমার
এই আগুন দিলো যে ছোঁয়া
পুড়ে মন ওঠেনা ধোঁয়া
নীল আন্ধকার প্রেম বারেবার
এই বুকে ঢেউ তোলে
বাধ ভাঙ্গা সুখ লাজে রাঙা মুখ
তোলে স্বপ্নেরই মনে
প্রেম আমার ও হো প্রেম আমার
প্রেম আমার, প্রেম আমার
দু'চোখে প্রেমের ই নেশা
খোঁজে আজ শরীরের ভাষা
সব চুপ কথা হই রূপকথা
চাঁদ মেঘে যে ঢাকে
মনে রং মাখে স্বপ্ন আঁকে
ভালোবাসারই দানে
প্রেম আমার ও হো প্রেম আমার
প্রেম আমার এ হে প্রেম আমার
Posted: Monday, October 30, 2017
দু'চোখে প্রেমের ই নেশা
খোঁজে আজ শরীরের ভাষা
সব চুপ কথা হই রূপকথা
চাঁদ মেঘে যে ঢাকে
মনে রং মাখে স্বপ্ন আঁকে
ভালোবাসারই দানে
প্রেম আমার ও হো প্রেম আমার
প্রেম আমার এ হে প্রেম আমার
Post By: FarhaN Fahidur Rahim
1 মন্তব্য(গুলি)
To good
ReplyDelete