Kolkata Movie Song
Mon Bebagi | মন বেবাগি | Dev Koel - Paglu | Lyrics
ঘুরে ঘুরে চলা একলা মন
খুঁজে পায় প্রতি পল
উরে উরে কড়া দিন যাপন
কবে দিশা পাবে বল
ভেবে গেছি আমি রাত কি ভোর
পাঠাবেই ভগবান
উরে উরে এসে অরনা তোর
হবে এক ফালি গান
মনবেবাগি মনবেবাগি
কে যায় মনের উজানে
মনবেবাগি মনবেবাগি
মিলবে কি শেকড়ের টানে
যাবে কি একা একা রাত জেগে
এভাবে ওভাবে
হবে কি দেখা শোনা কোনমতে
মাঝপথে বল কবে
মনবেবাগি মনবেবাগি
কে যায় মনের উজানে
মনবেবাগি মনবেবাগি
মিলবে কি শেকড়ের টানে
হারাবো হাতে হাতে হাত মিশে
খুব চেনা শহরে
নিজেকে খুঁজে পাবো সব শেষে
ঠিকানা তোর ঘরে
মনবেবাগি মনবেবাগি
কে যায় মনের উজানে
মনবেবাগি মনবেবাগি
মিলবে কি শেকড়ের টানে
Posted: Monday, October 30, 2017
খুঁজে পায় প্রতি পল
উরে উরে কড়া দিন যাপন
কবে দিশা পাবে বল
ভেবে গেছি আমি রাত কি ভোর
পাঠাবেই ভগবান
উরে উরে এসে অরনা তোর
হবে এক ফালি গান
মনবেবাগি মনবেবাগি
কে যায় মনের উজানে
মনবেবাগি মনবেবাগি
মিলবে কি শেকড়ের টানে
যাবে কি একা একা রাত জেগে
এভাবে ওভাবে
হবে কি দেখা শোনা কোনমতে
মাঝপথে বল কবে
মনবেবাগি মনবেবাগি
কে যায় মনের উজানে
মনবেবাগি মনবেবাগি
মিলবে কি শেকড়ের টানে
হারাবো হাতে হাতে হাত মিশে
খুব চেনা শহরে
নিজেকে খুঁজে পাবো সব শেষে
ঠিকানা তোর ঘরে
মনবেবাগি মনবেবাগি
কে যায় মনের উজানে
মনবেবাগি মনবেবাগি
মিলবে কি শেকড়ের টানে
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)