Kolkata Movie Song
I Love You | Title Track | I Love You | Dev Payel | Lyrics
মন চায় শুধু সেই কথা বলতে
মন চায় শুধু একসাথে চলতে
মন চায় শুধু সারাদিন দেখতে তোমাকে
আজ মন চায় কাছাকাছি এসে
শুধু তুমি আমি পাশাপাশি বসে
আজ মন চায় বলি
হেসে হেসে তোমাকে
এ মনের যত আশা
সপ্ন আর ভালোবাসা
বলতে চাই তোমায় নিয়ে
কেন আজ কাছে আশা
ভালোবাসি ভালোবাসি
শুধু তোমাকে.........
I LOVE U LOVE U MY LIFE
I LOVE U LOVE U MY LIFE
I LOVE U LOVE U LOVE U LOVE U
I LOVE U
জানি না আমি, জানো কি তুমি
মনের অজান্তে কখন যে একান্তে
তোমার কাছে এসেছি
সেকি বলা যায়, কবে কোথায়
ভালো লাগার শুরু বুকে ধুরু ধুরু
কখন ভালোবেসেছি
এ যেন সেই আকাশ জুড়ে
তারা গোণার বৃথা খেলা
মনে পড়ে আমায় দেখে
প্রথম সে তোমার বলা
Posted: Monday, October 30, 2017
মন চায় শুধু একসাথে চলতে
মন চায় শুধু সারাদিন দেখতে তোমাকে
আজ মন চায় কাছাকাছি এসে
শুধু তুমি আমি পাশাপাশি বসে
আজ মন চায় বলি
হেসে হেসে তোমাকে
এ মনের যত আশা
সপ্ন আর ভালোবাসা
বলতে চাই তোমায় নিয়ে
কেন আজ কাছে আশা
ভালোবাসি ভালোবাসি
শুধু তোমাকে.........
I LOVE U LOVE U MY LIFE
I LOVE U LOVE U MY LIFE
I LOVE U LOVE U LOVE U LOVE U
I LOVE U
জানি না আমি, জানো কি তুমি
মনের অজান্তে কখন যে একান্তে
তোমার কাছে এসেছি
সেকি বলা যায়, কবে কোথায়
ভালো লাগার শুরু বুকে ধুরু ধুরু
কখন ভালোবেসেছি
এ যেন সেই আকাশ জুড়ে
তারা গোণার বৃথা খেলা
মনে পড়ে আমায় দেখে
প্রথম সে তোমার বলা
Post By: FarhaN Fahidur Rahim
1 মন্তব্য(গুলি)
i love You mojay sougata
ReplyDelete