James

তোর প্রেমেতে | Tor Premete - Shotta Movie | James | Lyrics

তোর প্রেমেতে অন্ধ হলাম
কি দোষ দিবি তাতে
বন্ধু তোরে খুঁজে বেড়াই
সকাল দুপুর রাতে

আগুন জ্বেলেও পুড়লাম আমি
দিলাম তাতে ঝাপ
তোর আমার প্রেমে ছিলো রে বন্ধু
ছিলো পুরোটাই পাপ

তোর প্রেমেতে অন্ধ হলাম
কি দোষ দিবি তাতে
বন্ধু তোরে খুঁজে বেড়াই
সকাল দুপুর রাতে

তোর কারনে ভুললাম আমি
গোত্র জাতি কুল
কাঁটার সাথে করলাম সন্ধি
পায়ে পিষে ফুল
কেমন করে সইবো আমি
প্রেম আগুনের তাপ
তোর আমার প্রেমে ছিলো রে
বন্ধু ছিলো পুরোটাই পাপ

পথ হারানো পথিক হলাম
সব হারিয়ে নিঃস্ব
তোর আমার এই প্রেমের
কি দাম দেবে বিশ্ব
প্রেমের নামে কিনলাম আমি
নিঠুর অভিশাপ
তোর আমার প্রেমে ছিলো রে বন্ধু
ছিলো পুরোটাই পাপ

তোর প্রেমেতে অন্ধ হলাম
কি দোষ দিবি তাতে
বন্ধু তোরে খুঁজে বেড়াই
সকাল দুপুর রাতে

Posted: Monday, October 30, 2017
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)