LRB | AB
বেলা শেষে | Bela Seshe - LRB | Lyrics
#Song: Bela Seshe
#Artist: Ayub Bachchu
#Composer: Prince Mahmud
#Album: Dag Theke Jay
#Lyrics -
বেলা শেষে ফিরে এসে পাইনি তোমায়
কৃষ্ণচূড়ার রঙে এঁকেছি তোমায়
মুছোনা তুমি তারে দুঃখেরই ছোঁয়ায়
সাজিয়ে রেখো মন মণি কোঠায়
মনে পড়ে যায় প্রশ্নহীনা
জোছনা ধোঁয়া রাতে কথোপকথন
চোখের ভাষায় হতো যত
আগামী দিনের স্বপ্নের আলাপন
কি ভুল করেছি আমি আমারই ভুলে
প্রতি নীরবতায় আমাকে পোড়ায়
বেলা শেষে ফিরে এসে পাইনি তোমায়
কৃষ্ণচূড়ার রঙে এঁকেছি তোমায়..
আমার যত অপূর্ণতা
পারিনি বোঝাতে আমি পারিনি তোমায়
ভুলের মাশুল দিতে গিয়ে
জীবন ভরে থাকে বিষণ্ণতায়
হারায়ে বুঝেছি তুমি কি ছিলে আমার
কি ছিলে আমার তুমি বোঝানো না যায়
বেলা শেষে ফিরে এসে পাইনি তোমায়
কৃষ্ণচূড়ার রঙে এঁকেছি তোমায়
Posted: Monday, May 9, 2016
#Artist: Ayub Bachchu
#Composer: Prince Mahmud
#Album: Dag Theke Jay
#Lyrics -
বেলা শেষে ফিরে এসে পাইনি তোমায়
কৃষ্ণচূড়ার রঙে এঁকেছি তোমায়
মুছোনা তুমি তারে দুঃখেরই ছোঁয়ায়
সাজিয়ে রেখো মন মণি কোঠায়
মনে পড়ে যায় প্রশ্নহীনা
জোছনা ধোঁয়া রাতে কথোপকথন
চোখের ভাষায় হতো যত
আগামী দিনের স্বপ্নের আলাপন
কি ভুল করেছি আমি আমারই ভুলে
প্রতি নীরবতায় আমাকে পোড়ায়
বেলা শেষে ফিরে এসে পাইনি তোমায়
কৃষ্ণচূড়ার রঙে এঁকেছি তোমায়..
আমার যত অপূর্ণতা
পারিনি বোঝাতে আমি পারিনি তোমায়
ভুলের মাশুল দিতে গিয়ে
জীবন ভরে থাকে বিষণ্ণতায়
হারায়ে বুঝেছি তুমি কি ছিলে আমার
কি ছিলে আমার তুমি বোঝানো না যায়
বেলা শেষে ফিরে এসে পাইনি তোমায়
কৃষ্ণচূড়ার রঙে এঁকেছি তোমায়
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)