LRB | AB
কারণে | Karone - LRB | Lyrics
কারণে অকারণে বুঝে না বুঝে
কত দুঃখ তোমাকে দিয়েছি
নিজের অজান্তে কখনও মাঝে মাঝে
মনে মনে আমি কত কেঁদেছি
তোমাকে গানে গানে খুজেছি
স্বপ্নেও খুঁজেছি
শুধু কেঁদে কেঁদে প্রতি রাতে
ঘুমিয়ে আমি পড়েছি
সাগরের ঢেউ দূর থেকে কেউ
দেখে দেখে ভাবে আর ভাবে
একাকী ওই সাগরের ঢেউ
নেই তার আপন কেউ
তোমাকে গানে গানে খুজেছি
স্বপ্নেও খুঁজেছি
শুধু কেঁদে কেঁদে প্রতি রাতে
ঘুমিয়ে আমি পড়েছি
জীবন যখন যেভাবে যেমন
এভাবে হেঁসে খেলে যাবে এখন
মনের এই কি ভুল ছিল আমার
ভুল করে কি যে ভুল করেছি আবার
তোমাকে গানে গানে খুজেছি
স্বপ্নেও খুঁজেছি
শুধু কেঁদে কেঁদে প্রতি রাতে
ঘুমিয়ে আমি পড়েছি
Posted: Friday, May 6, 2016
কত দুঃখ তোমাকে দিয়েছি
নিজের অজান্তে কখনও মাঝে মাঝে
মনে মনে আমি কত কেঁদেছি
তোমাকে গানে গানে খুজেছি
স্বপ্নেও খুঁজেছি
শুধু কেঁদে কেঁদে প্রতি রাতে
ঘুমিয়ে আমি পড়েছি
সাগরের ঢেউ দূর থেকে কেউ
দেখে দেখে ভাবে আর ভাবে
একাকী ওই সাগরের ঢেউ
নেই তার আপন কেউ
তোমাকে গানে গানে খুজেছি
স্বপ্নেও খুঁজেছি
শুধু কেঁদে কেঁদে প্রতি রাতে
ঘুমিয়ে আমি পড়েছি
জীবন যখন যেভাবে যেমন
এভাবে হেঁসে খেলে যাবে এখন
মনের এই কি ভুল ছিল আমার
ভুল করে কি যে ভুল করেছি আবার
তোমাকে গানে গানে খুজেছি
স্বপ্নেও খুঁজেছি
শুধু কেঁদে কেঁদে প্রতি রাতে
ঘুমিয়ে আমি পড়েছি
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)