ARTCELL
অবিমৃষ্যতা | Obimrishshota - Artcell | Lyrics
"Obimirishshota" From The Upcoming Third Album (ARTCELL)
#Song: Obimirishshota
#Album: Otritiyo
#Band: Artcell
#Lyrics-
আমরা বাঁচি নিঃশ্বাসে
আর তোমরা বাঁচো দীর্ঘশ্বাসে..
পিষ্ট হও প্রতি দিন
ঠিক বেঠিকের হাঁসফাঁসে..
ফিসফাসে রোজ রটে যায়
আমি ভুল, তবু ভুলেই বেঁচে থাকি..
তোমাদের ঘিরে অন্ধকার
আমি আলো আঁধারে সামলে রাখি..
উপহাসে নীরব, ভেবে তোমার অবয়ব..
নীরবতায় সরব, জাগতিক কলরব..
অলীক মিছিলে হেটে
সারাদিন শেষে একা একা ফিরে যাও
ফেরার অভিযোজনে বিগত প্রলাপ গাও..
বোধের ভারে ধ্বসে যায়
ঝড়ে ভেঙে যায় কপট মিত্রতা..
আপোষের ধার ধারিনা
ভুলে থাকিনা অহমের তীব্রতা..
উপহাসে নীরব, ভেবে তোমার অবয়ব..
নীরবতায় সরব, জাগতিক কলরব..
আমাদের তবে শুনেছো
গানে মেতেছো, উল্লাসে একাকার
তবু এ পৃথক পথচলা..
মৌনতা বলে কিছু নেই, বিস্মৃত নই
এবার তোমার পরিনত হবার পালা..
দেনা পাওনার হিসেব বেমানান
আমি জীবনের দামে
অতীত নিয়েছি কিনে...
কি ছিলো কে হারালো
কোন ভুলে, সুর হয়েও হলোনা..
কি হলো কি হলোনা
তা অমুলক অযাচিত তুলনা..
অতীতের হাটা ভুলে যাও
এটা অসম সমীকরণ..
তাই আজ এই আয়োজনে
বুঝে নাও অনুভবে এক অনুরনন..
অবিমৃষ্যতা পিছুটান..
পথচলায় বেমানান..
জেনে নাও.......
Posted: Wednesday, May 25, 2016
#Song: Obimirishshota
#Album: Otritiyo
#Band: Artcell
#Lyrics-
আমরা বাঁচি নিঃশ্বাসে
আর তোমরা বাঁচো দীর্ঘশ্বাসে..
পিষ্ট হও প্রতি দিন
ঠিক বেঠিকের হাঁসফাঁসে..
ফিসফাসে রোজ রটে যায়
আমি ভুল, তবু ভুলেই বেঁচে থাকি..
তোমাদের ঘিরে অন্ধকার
আমি আলো আঁধারে সামলে রাখি..
উপহাসে নীরব, ভেবে তোমার অবয়ব..
নীরবতায় সরব, জাগতিক কলরব..
অলীক মিছিলে হেটে
সারাদিন শেষে একা একা ফিরে যাও
ফেরার অভিযোজনে বিগত প্রলাপ গাও..
বোধের ভারে ধ্বসে যায়
ঝড়ে ভেঙে যায় কপট মিত্রতা..
আপোষের ধার ধারিনা
ভুলে থাকিনা অহমের তীব্রতা..
উপহাসে নীরব, ভেবে তোমার অবয়ব..
নীরবতায় সরব, জাগতিক কলরব..
আমাদের তবে শুনেছো
গানে মেতেছো, উল্লাসে একাকার
তবু এ পৃথক পথচলা..
মৌনতা বলে কিছু নেই, বিস্মৃত নই
এবার তোমার পরিনত হবার পালা..
দেনা পাওনার হিসেব বেমানান
আমি জীবনের দামে
অতীত নিয়েছি কিনে...
কি ছিলো কে হারালো
কোন ভুলে, সুর হয়েও হলোনা..
কি হলো কি হলোনা
তা অমুলক অযাচিত তুলনা..
অতীতের হাটা ভুলে যাও
এটা অসম সমীকরণ..
তাই আজ এই আয়োজনে
বুঝে নাও অনুভবে এক অনুরনন..
অবিমৃষ্যতা পিছুটান..
পথচলায় বেমানান..
জেনে নাও.......
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)