AURTHOHIN

গুটি (পুনর্জন্ম) | Gutee (Punorjonmo)- Aurthohin | Lyrics

Song: Guti - Punorjonmo
Album: Cancer Er Nishikabyo
Artist: Aurthohin


হেয় হেয় শুনছো আমায়
ডাকছি তোমায় আবার..
ভেবেছিলে কি থেমে গেছে
তোমার গুটির জবাব..
ফোকলা দাঁতের কুৎসিত হাসি
আবার আয়নায় দেখো..
ভেবেছিলে কি থেমে গেছি আমি
খেলা সবে শুরু হলো..

হেয় হেয় শুনছো আমায়,
ডাকছি তোমায় আমি..
গুঁটি চেলে ঠেলে দিয়ে
হতে চাও সবার চোখের রানী..
সব মানুষকে জাতা দিয়ে মেরে
সবাই কি বোকা নাকি..
চোখের সামনে তুমি বস পেছনে হাসাহাসি...
ভেবেছিলে রাখবে আটকে আমায়..
কেউ যেনো শুনতে না পায়..
নাচবে সবাই তোমার পদধূলিতে..
মনে রেখো দিন বদলায়..
নতুন সূর্যের উদয়
পুরোনো অসুখ পালায় পুনর্জন্ম হয়..
আজ আমি ছিঁড়বো তোমার মুখোশ..
দেখবে তোমার চেহারা সব মানুষ..
নর্দমায় হারাবে তোমার গুঁটি..
আমি নতুন প্রজন্মের কবি..


হেয় হেয় শুনছো আমায়
ডাকছি তোমায় আবারও..
বয়স তো কম হলো না পরজন্ম নিয়ে ভাবো..
অনেক তো হলো গুঁটিবাজি করবে আর কত..

আদম আজ হয়ে গেছে ভীরু হাহাহাসির পাত্র..
ভেবেছিলে রাখবে আটকে আমায়..
কেউ যেনো শুনতে না পায়..
নাচবে সবাই তোমার
পদধূলিতে.. 
মনে রেখো দিন বদলায়..
নতুন সূর্যের উদয়
পুরোনো অসুখ পালায় পুনর্জন্ম হয়..
আজ আমি ছিঁড়বো তোমার মুখোশ..
দেখবে তোমার চেহারা সব মানুষ..
নর্দমায় হারাবে তোমার গুঁটি..
আমি নতুন প্রজন্মের কবি..


আমি তোমার মাঝরাতের দুঃস্বপ্ন..
আমি তোমার চমকে উঠে
পানির গ্লাসে হাত বাড়ানো..
আমি তোমার গলায়
আটকে যাওয়া ভয়ের কাঁটা..
আর আমি তোমার হিপোক্রিসি
মেকি কান্নার খুনির পুনর্জন্ম..
মরিচ খেলে তো ঝাল লাগবেই..
পেঁয়াজ কাটলে তো কান্না পাবেই..
আকাশটা তো এখন পায়ের নিচে..
গুঁটি চালতে এখন কেমন লাগে....

Posted: Tuesday, June 28, 2016
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)