AURTHOHIN

নিকৃষ্ট ৩‬ | Nikhrishto 3 - Aurthohin | Lyrics

Song: Nikhrishto - 3
Album: Cancer Er Nishikabyo
Artist: Aurthohin 


তুমি মরে গেলেও থামবো না আমি........

খাঙ্কি মাগী এখন থামো..
মিথ্যে কান্না অনেক হলো..
কি লিখবো জানিনা কি গাইবো ভাবিনা..
দুই পয়সার
হ্যোর তোমায় আমি চুদিনা..
ভেবেছিলে কি এখনো কাঁদি..
অন্ধকারে হাতড়ে ফিরি..
আমি আর কাঁদিনা তোমায় নিয়ে ভাবিনা..
সূর্যটা ডুবে গেলে ভ্রান্ত হইনা..


তোমার জন্য রঙিন চশমা..
পৃথিবীটা ছিল মিথ্যে খেলা..
আঁধারকে আলো ভেবে তোমার অভিনয়ে..
হয়েছিল কবর মাটির বিছানা..
ভেবেছিলে কি এখনো কাঁদি..
অন্ধকারে হাতড়ে ফিরি..
আমি আর কাঁদিনা তোমায় নিয়ে ভাবিনা..
সূর্যটা ডুবে গেলে ভ্রান্ত হইনা..

তুমি বলেছিলে মানুষ বদলায়..
আমিও বদলে গেছি..
এখন দেখো কার চোখে রক্ত ঝরে..
অন্ধকারে....... তুমি নিকৃষ্ট !!!

হেয় খাঙ্কি মাগী যাচ্ছো কোথায়..
আমার কথা শেষ হয় নাই..
তুমি মরলেও থামবো না আমি..
দাঁড়িয়ে থাকবো কবরের পাশে..
যেদিন রাত্রে জোছনা উঠবে..
ঘৃণায় ভিজবে তুমি মোর মূত্র দিয়ে..
কারণ তুমি অমানুষ... ওয়াক থু...
তুমি অমানুষ..... তুমি নিকৃষ্ট !!!
তুমি বলেছিলে মানুষ বদলায়..
আমিও বদলে গেছি..
এখন দেখো কার চোখে রক্ত ঝরে..
অন্ধকারে....... তুমি নিকৃষ্ট !!!

তুমি মানে মগজ পচন..
তুমি মানে কাপুরুষের ধর্ষণ..
তুমি মানে বিকলাঙ্গ..
তুমি মানে পচে যাওয়া রক্ত..
তুমি মানে মগজ নষ্ট..
তুমি মানে অন্ধের কষ্ট..
তুমি মানে পথভ্রষ্ট..
তুমি মানে... তুমি মানে...
তুমি মানে.... নিকৃষ্ট !!!

তুমি বলেছিলে মানুষ বদলায়..
আমিও বদলে গেছি..
এখন দেখো কার চোখে রক্ত ঝরে..
অন্ধকারে....... তুমি নিকৃষ্ট !!!
ওয়াক থু...... !!!

Posted: Tuesday, June 28, 2016
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)