Mixed - Band
যে শহরে আমি নেই | Je Shohore Ami Nei - Bay of Bengal | Lyrics
এখানে নেই কোন উৎসব
আনন্দের অশ্রুধারা..
নেই কোন পাখির কলরব
ফুলেরাও আজ সুবাস হারা..
এখানে নেই কোন উৎসব
আনন্দের অশ্রুধারা..
নেই কোন পাখির কলরব
ফুলেরাও আজ সুবাস হারা
তবুও আমার দুটি চোখ
অচিন কোন মায়াময়..
নির্বাক এক পাখির ডানায়
অস্থির চেয়ে রয়..
আমি জানি এই শহরে আর ফিরবে না..
নতুন কোন ভালোবাসার আলো..
রাতের রাজপথ কষ্ট আর বেদনার নীলে..
হবে আরও অধিক কালো..
তবুও আমি আর ফিরবোনা
তোমাদের মাঝে..
যে শহরে আমি নেই আমি
থাকবো না সেই শহরে..
হয়তো কোনদিন ভোরের আলো এসে
পড়বে তোমার কার্নিশে..
খোঁজবে তুমিও হঠাৎ হারিয়ে যাওয়া
পুরনো সেই মানুষটিকে ..
আমি জানি এই শহরে আর ফিরবেনা..
নতুন কোন ভালোবাসার আলো..
রাতের রাজপথ কষ্ট আর বেদনার নীলে..
হবে আরও অধিক কালো..
তবুও আমি আর ফিরবোনা
তোমাদের মাঝে..
যে শহরে আমি নেই আমি
থাকবো না সেই শহরে..
Posted: Tuesday, June 21, 2016
আনন্দের অশ্রুধারা..
নেই কোন পাখির কলরব
ফুলেরাও আজ সুবাস হারা..
এখানে নেই কোন উৎসব
আনন্দের অশ্রুধারা..
নেই কোন পাখির কলরব
ফুলেরাও আজ সুবাস হারা
তবুও আমার দুটি চোখ
অচিন কোন মায়াময়..
নির্বাক এক পাখির ডানায়
অস্থির চেয়ে রয়..
আমি জানি এই শহরে আর ফিরবে না..
নতুন কোন ভালোবাসার আলো..
রাতের রাজপথ কষ্ট আর বেদনার নীলে..
হবে আরও অধিক কালো..
তবুও আমি আর ফিরবোনা
তোমাদের মাঝে..
যে শহরে আমি নেই আমি
থাকবো না সেই শহরে..
হয়তো কোনদিন ভোরের আলো এসে
পড়বে তোমার কার্নিশে..
খোঁজবে তুমিও হঠাৎ হারিয়ে যাওয়া
পুরনো সেই মানুষটিকে ..
আমি জানি এই শহরে আর ফিরবেনা..
নতুন কোন ভালোবাসার আলো..
রাতের রাজপথ কষ্ট আর বেদনার নীলে..
হবে আরও অধিক কালো..
তবুও আমি আর ফিরবোনা
তোমাদের মাঝে..
যে শহরে আমি নেই আমি
থাকবো না সেই শহরে..
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)