Tahsan
ক্ষমা | Khoma - Tahsan | Lyrics
দেয়ালে টাঙ্গানো ছবিগুলো
ফেলে আসা সময়ের কথা বলে
আজ বিদায়ের সময়ে
কথা বলে উঠে ছবিগুলো
আজ শেষ সময়ে
মনে করিয়ে দেয় হাসি কান্নাগুলো
আজ বিদায় বেলায়
দেখতে দেখতে কেটে গেলো
কতগুলো বছর আমার
এই বিদায় বেলায় হিসেব নিকেশের পালা
কতগুলো মানুষের মুখের হাসি
আমার জীবনের পাওয়া
কতগুলো মানুষের কষ্ট
আমার অপরাধ
আজ নতজানু আমি ক্ষমা চাই
তোমাদের কাছে করজোরে
আজ বিদায়ের সময়ে আমায় ক্ষমা করো
আজ শেষ সময়
Posted: Wednesday, June 15, 2016
ফেলে আসা সময়ের কথা বলে
আজ বিদায়ের সময়ে
কথা বলে উঠে ছবিগুলো
আজ শেষ সময়ে
মনে করিয়ে দেয় হাসি কান্নাগুলো
আজ বিদায় বেলায়
দেখতে দেখতে কেটে গেলো
কতগুলো বছর আমার
এই বিদায় বেলায় হিসেব নিকেশের পালা
কতগুলো মানুষের মুখের হাসি
আমার জীবনের পাওয়া
কতগুলো মানুষের কষ্ট
আমার অপরাধ
আজ নতজানু আমি ক্ষমা চাই
তোমাদের কাছে করজোরে
আজ বিদায়ের সময়ে আমায় ক্ষমা করো
আজ শেষ সময়
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)