Tahsan

সস্তা ক্ষোভ | Shosta Khobh - Tahsan | Lyrics

ছন্দ তুমি ছন্নছাড়া
দুঃখ তুমি লক্ষ্মীছাড়া
শব্দ তুমি স্তব্ধ কেনো
কান্না যখন বাঁধন ছাড়া

অষ্টপ্রহর কষ্টবুনে
খুনশুটিদের খায় যে ঘুণে
সুখগুলো তাই মুখ ঢেকে নেয়
বোধগুলো তাই দেয়না সাড়া
বোধগুলো হয় বন্ধুছাড়া

ব্যস্ত সকল সস্তা ক্ষোভে
মানুষগুলো সুখের লোভে
অবোধ মনে ভাবনা বুনে
অলস জীবন যাপন

চারদেয়ালের বন্দি কোঠায়
স্বপ্নগুলো হাতড়ে বেড়ায়
ইচ্ছে করেই অন্ধ সেজে
অসুখ দিবস যাপন... সস্তা ক্ষোভ

Posted: Wednesday, June 15, 2016
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)