Mixed - Band
আমি যারে ভালোবাসি | Ami Jare Valobashi - Doorbin | Lyrics
#Song: Ami Jare Bhalobashi
#Vocal: Ayub Shahriar
#Album: Doorbin 3.01
#Band: Doorbin
#Lyrics -
আমি যারে ভালোবাসি, তারে আবার বাসি না
ও কেনো তারে ভালো লাগে না, লাগে না
আমি যারে ভালোবাসি গো
ঘরের মায়ায় টানে মোরে
বাহিরেও যে ছাড়ে না রে
রঙ্গিলা দোটানায় পইড়া
সন্ন্যাসীও হইতে পারলাম না
ও কেনো তারে ভালো লাগে না, লাগে না
আমি যারে ভালোবাসি গো
ঘরের মায়ায় টানে মোরে
বাহিরেও যে ছাড়ে না রে
রঙ্গিলা দোটানায় পইড়া
সন্ন্যাসীও হইতে পারলাম না
আমি যারে ভালোবাসি, তারে আবার বাসি না
ও কেনো তারে ভালো লাগে না, লাগে না
আমি যারে ভালোবাসি গো
ঘুরলাম কতো বৈদেশ বন্দর
পাইলাম না তবু একটা অন্তর
যা দেখি তাই হাওয়াই মিঠাই
আসলের আসল কিছুই নাই
আমি যারে ভালোবাসি, তারে আবার বাসি না
ও কেনো তারে ভালো লাগে না, লাগে না
আমি যারে ভালোবাসি গো
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)