FUAD

একটাই আমার তুমি | Ektai Amar Tumi - Fuad | Lyrics

শিরোনামঃ একটাই আমার তুমি
শিল্পীঃ ফুয়াদ
অ্যালবামঃ Hit Factory (2015)

লিরিক্স -
একটাই আমার তুমি কেনো বোঝনা
তুমি আমার হৃদয়ের প্রাণপ্রতিমা..
একটাই আমি যে তোমার চেয়ে দেখোনা
আমি তোমার রোদেলা দিনে শান্ত ছায়া..
এ মন মন্দিরে তুমি আমার প্রার্থনা
এ বদ্ধ ঘরে তুমি দখিনা হাওয়া..
একটাই আমার তুমি কেনো বোঝনা
তুমি আমার জীবনের প্রাণপ্রতিমা..

প্রতি রাত ভাবি বলবো তোমায় বলা হয়না..
কে কখন কিভাবে কার দোষে কেউ জানেনা..
চলো সব দ্বিধা ভুলে খুলি মনের জানালা..
একটাই আমার তুমি কেনো বোঝনা..
তুমি আমার হৃদয়ের প্রাণপ্রতিমা..

দিন চলে যায় সুখের আশায় সেতো আসে না..
আসবে কেমনে যদি বন্দী করে রাখো তারে
কেনো বোঝো না..
চলো সব দ্বিধা ভুলে খুলি মনের জানালা..
একটাই আমার তুমি কেনো বোঝনা..
তুমি আমার হৃদয়ের প্রাণপ্রতিমা..
একটাই আমি যে তোমার চেয়ে দেখোনা..
আমি তোমার রোদেলা দিনে শান্ত ছায়া..
এ মন মন্দিরে তুমি আমার প্রার্থনা..
এ বদ্ধ ঘরে তুমি দখিনা হাওয়া..

একটাই আমার তুমি কেনো বোঝনা..
তুমি আমার জীবনের প্রাণপ্রতিমা..

Posted: Wednesday, July 20, 2016
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)