ARK | Hasan
এত দূরে যে চলে গেছো | Eto Dure Je Chole Gecho - Ark | Lyrics
#Song: Eto Dure Je Chole Gecho
#Album:
#Band: ARK
#Lyrics-
এত দূরে যে চলে গেছো
জানিনা তো কি অপরাধ
ফেরাবে যদি এ মন তোমার
পাখি কি বলো থাকবে আমার
আমি জীবনের ছলা-কলা
আজও বুঝিনা
ভালোবাসি পৃথিবী তাই
বেঁচে আছি নিঃশ্বাসে
সেই বাতাসে ভরা বিশ্বাসে
তুমি ছাড়া কি আছে জানিনা তা
ফিরে এসো, এই খানে
চেয়ে দেখো সেই আমি
তোমারই আছি তোমারই
স্মরণের আকাশ ভেলায়
আমারই বেদনার তারা ঘুরে বেড়ায়
সোনালি উল্কা ঝড়ের সাথে
হৃদয়ের স্বপ্নগুলো চলে যায়
আমি জীবনের ছলা-কলা
আজও বুঝিনা
ভালোবাসি পৃথিবী তাই
বেঁচে আছি নিঃশ্বাসে
সেই বাতাসে ভরা বিশ্বাসে
তুমি ছাড়া কি আছে জানিনা তা
ভালোবাসার মানুষ আমি
সেই তোমারই আছি
তোমারই আছি
Posted: Thursday, July 21, 2016
#Album:
#Band: ARK
#Lyrics-
এত দূরে যে চলে গেছো
জানিনা তো কি অপরাধ
ফেরাবে যদি এ মন তোমার
পাখি কি বলো থাকবে আমার
আমি জীবনের ছলা-কলা
আজও বুঝিনা
ভালোবাসি পৃথিবী তাই
বেঁচে আছি নিঃশ্বাসে
সেই বাতাসে ভরা বিশ্বাসে
তুমি ছাড়া কি আছে জানিনা তা
ফিরে এসো, এই খানে
চেয়ে দেখো সেই আমি
তোমারই আছি তোমারই
স্মরণের আকাশ ভেলায়
আমারই বেদনার তারা ঘুরে বেড়ায়
সোনালি উল্কা ঝড়ের সাথে
হৃদয়ের স্বপ্নগুলো চলে যায়
আমি জীবনের ছলা-কলা
আজও বুঝিনা
ভালোবাসি পৃথিবী তাই
বেঁচে আছি নিঃশ্বাসে
সেই বাতাসে ভরা বিশ্বাসে
তুমি ছাড়া কি আছে জানিনা তা
ভালোবাসার মানুষ আমি
সেই তোমারই আছি
তোমারই আছি
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)