ARK | Hasan

হারালে কোথায় | Harale Kothay - Pancham | Lyrics

#Song: Harale Kothay
#Artist: Pancham
#Album: Brihospoti
#Band: ARK
#Lyrics-

বসে আছি আমি একা
নির্জন এই পথে এসে
দিয়েছিলে কথা আমায়
ফিরবে তুমি এই পথে

প্রতিক্ষার এ প্রহরে মন মানেনা
এসোনা কাছে এ সাজের বেলায়
ভেবেছি শুধু যে দেখবো তোমায়
মায়াবী এ জোছনায়! হারালে কোথায়?
ও ও ও এ মন যে আমার মানেনা
যেওনা আমায় ফেলে
এ নিস্তব্দ রাতের শূন্যতায়
হারালে কোথায়?

চেয়ে দেখো তারাগুলো
আমাদের দেয় হাতছানি
মেতেছে আজ অভিসারে
রাতেরই সুখ সারি
তোমারি দুচোখেরই ভালোবাসায়
অজানা পথে নিয়ে যায়
ভুলেছো দেখে কোন সুখের স্বপন
ভেঙ্গেছো আমার হৃদয়
হারালে কোথায়?
ও ও ও এ মন যে আমার মানেনা
যেওনা আমায় ফেলে
এ নিস্তব্দ রাতের শূন্যতায়
হারালে কোথায়?

প্রতিক্ষার প্রহরে মন মানেনা
এসোনা কাছে এ সাজের বেলায়
ভেবেছি শুধু যে দেখবো তোমায়
মায়াবী এ জোছনায়
হারালে কোথায়?

Posted: Thursday, July 21, 2016
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)