ARK | Hasan
এত কষ্ট কেনো ভালোবাসায় | Eto Koshto Keno Valobashay - Hasan | Lyrics
#Song: Eto Koshto Keno Valobashay
#Artist: Hasan
#Composer: Prince Mahmud
#Album: Sesh Dekha
#Lyrics-
চারিদিকে উৎসব
পরিপুর্ণ নিয়ন আলোয়
আমার এ পৃথিবী
ঘিরে আসছে আঁধার কালোয়
সানাইয়ের সুর নিয়ে যাবে দুর
একটু একটু করে তোমায়
আজকে রাতে তুমি অন্যের হবে
ভাবতেই জলে চোখ ভিজে যায়
এতো কষ্ট কেনো ভালোবাসায়
বিশ্বাস যেখানে
অবিশ্বাসের সুরে বেজে উঠেছে
থাকবে না আমার
সে কথা বুঝতে যেন দেরি হয়েছে
মগ্ন ছিলাম তোমার ভালবাসার ইন্দ্রজালে
মানুষ আমি কেনো
তলিয়ে গেছি আমারই ভুলে
সানাইয়ের সুর নিয়ে যাবে দূর
একটু একটু করে তোমায়
আজকে রাতে তুমি অন্যের হবে
ভাবতেই জলে চোখ ভিজে যায়
এত কষ্ট কেনো ভালোবাসায়
Posted: Thursday, July 21, 2016
#Artist: Hasan
#Composer: Prince Mahmud
#Album: Sesh Dekha
#Lyrics-
চারিদিকে উৎসব
পরিপুর্ণ নিয়ন আলোয়
আমার এ পৃথিবী
ঘিরে আসছে আঁধার কালোয়
সানাইয়ের সুর নিয়ে যাবে দুর
একটু একটু করে তোমায়
আজকে রাতে তুমি অন্যের হবে
ভাবতেই জলে চোখ ভিজে যায়
এতো কষ্ট কেনো ভালোবাসায়
বিশ্বাস যেখানে
অবিশ্বাসের সুরে বেজে উঠেছে
থাকবে না আমার
সে কথা বুঝতে যেন দেরি হয়েছে
মগ্ন ছিলাম তোমার ভালবাসার ইন্দ্রজালে
মানুষ আমি কেনো
তলিয়ে গেছি আমারই ভুলে
সানাইয়ের সুর নিয়ে যাবে দূর
একটু একটু করে তোমায়
আজকে রাতে তুমি অন্যের হবে
ভাবতেই জলে চোখ ভিজে যায়
এত কষ্ট কেনো ভালোবাসায়
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)