ARK | Hasan
আকাশের নীলে | Akasher Nile - Pancham | ARK | Lyrics
#Song: Akasher Neele
#Artist: Pancham
#Album: Jonmobhumi
#Band: Ark
#Lyrics-
আকাশের নীলে হৃদয়ের তুলিতে
তোমায় একে যাই নীল বেদনায়
হৃদয়ের আলোয় তারার দ্বীপ জ্বেলে
জেগে রয়েছি তোমার ই দুচোখে
যত দুরে রয়ে যাও আমার ই হয়ে রও
তোমার ই জগতে তোমার ই হাসিতে
কত বৃষ্টি ঝরে যায়
হৃদয়ের আঙ্গিনায়, সঙ্গীহীনতায়
তোমার কি বা আছে দেবার
দুচোখের নোনা জল
বিরহের ই করুণ সুরে
কেটে যায় প্রহর
তুমি তো জানলেনা কখনো
কত কাছে তুমি ছিলে
যত দুরে রয়ে যাও
আমার ই হয়ে রও
তোমার ই জগতে
তোমার ই হাসিতে
কত বৃষ্টি ঝরে যায়
হৃদয়ের আঙ্গিনায়, সঙ্গীহীনতায়
Posted: Thursday, July 21, 2016
#Album: Jonmobhumi
#Band: Ark
#Lyrics-
আকাশের নীলে হৃদয়ের তুলিতে
তোমায় একে যাই নীল বেদনায়
হৃদয়ের আলোয় তারার দ্বীপ জ্বেলে
জেগে রয়েছি তোমার ই দুচোখে
যত দুরে রয়ে যাও আমার ই হয়ে রও
তোমার ই জগতে তোমার ই হাসিতে
কত বৃষ্টি ঝরে যায়
হৃদয়ের আঙ্গিনায়, সঙ্গীহীনতায়
তোমার কি বা আছে দেবার
দুচোখের নোনা জল
বিরহের ই করুণ সুরে
কেটে যায় প্রহর
তুমি তো জানলেনা কখনো
কত কাছে তুমি ছিলে
যত দুরে রয়ে যাও
আমার ই হয়ে রও
তোমার ই জগতে
তোমার ই হাসিতে
কত বৃষ্টি ঝরে যায়
হৃদয়ের আঙ্গিনায়, সঙ্গীহীনতায়
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)