Srikanto Acharya
জানলা খোলা | Janla Khola - Srikanto Acharya | Lyrics
#Song: Janla Khola
#Artist: Srikanto Acharya
#Album: Nodir Chobi Anki
জানলা খোলা দেখে থমকে দাড়ালো..
দুষ্টু হাওয়ায় উড়া এলোমেলো সুর..
আমার কানে কিছু বলতে এলো সে..
হাতছানি তার অজানায় বহুদূর..
শাওন মেঘের দেয়া বৃষ্টি যেখানে পড়ে..
ভেজা সেই মাঠে গান গাওয়া..
টুকরো সুখের দেয়া একটু আদর ছুঁয়ে..
অভিমান জলে ভেসে যাওয়া..
বলতে না পারা কথা বলে গেলো সেই সুর..
ভাসলো আকাশ অজানায় বহুদূর..
জানলা খোলা দেখে থমকে দাড়ালো..
দুষ্টু হাওয়ায় উড়া এলোমেলো সুর..
আমার কানে কিছু বলতে এলো সে..
হাতছানি তার অজানায় বহুদূর..
তোমার আমার কাছে..
সূর আসে মাঝে মাঝে..
ফিরে আসে সেই চেনা হাওয়া..
বলে যায় আজও যেন কিছুটা সময় আছে..
পরে আছে কত চাওয়া পাওয়া..
যতদিন পারো তুমি বুকে টেনো এই সুর..
ডাকবে আকাশ অজানায় বহুদূর..
জানলা খোলা দেখে থমকে দাড়ালো..
দুষ্টু হাওয়ায় উড়া এলোমেলো সুর..
আমার কানে কিছু বলতে এলো সে..
হাতছানি তার অজানায় বহুদূর..
Posted: Sunday, July 24, 2016
#Artist: Srikanto Acharya
#Album: Nodir Chobi Anki
জানলা খোলা দেখে থমকে দাড়ালো..
দুষ্টু হাওয়ায় উড়া এলোমেলো সুর..
আমার কানে কিছু বলতে এলো সে..
হাতছানি তার অজানায় বহুদূর..
শাওন মেঘের দেয়া বৃষ্টি যেখানে পড়ে..
ভেজা সেই মাঠে গান গাওয়া..
টুকরো সুখের দেয়া একটু আদর ছুঁয়ে..
অভিমান জলে ভেসে যাওয়া..
বলতে না পারা কথা বলে গেলো সেই সুর..
ভাসলো আকাশ অজানায় বহুদূর..
জানলা খোলা দেখে থমকে দাড়ালো..
দুষ্টু হাওয়ায় উড়া এলোমেলো সুর..
আমার কানে কিছু বলতে এলো সে..
হাতছানি তার অজানায় বহুদূর..
তোমার আমার কাছে..
সূর আসে মাঝে মাঝে..
ফিরে আসে সেই চেনা হাওয়া..
বলে যায় আজও যেন কিছুটা সময় আছে..
পরে আছে কত চাওয়া পাওয়া..
যতদিন পারো তুমি বুকে টেনো এই সুর..
ডাকবে আকাশ অজানায় বহুদূর..
জানলা খোলা দেখে থমকে দাড়ালো..
দুষ্টু হাওয়ায় উড়া এলোমেলো সুর..
আমার কানে কিছু বলতে এলো সে..
হাতছানি তার অজানায় বহুদূর..
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)