Mixed - Band

আলোর গান | Alor Gaan - Aushruto | Lyrics

ব্যাস্ত নগর ব্যাস্ত জীবন
হঠাৎ করে থমকে গেল হায়..
সবার মুখে একটা দাবী
মন যে টানে যাই মিছিলে যাই..
আগে যখন রাত্রি এলে
ঘরে মিথ্যে আলো জ্বেলে
সবাই যখন পুতুল হয়ে যেত..
এখন কেনো দিনের শেষে
মনের আলোয় সবাই ভিজে
রাজপথে তারা রাত্রি কাটাই কতো..
কেনো এমন দিন এলো মা
তরুণ হৃদয় ভেঙ্গে গড়ে
আন্দোলনের ডাক দিচ্ছে আয়
সবাই নীরব মূর্তি ভেঙ্গে
হচ্ছে জড়ো এক গোলকে
সবার মন একটি গান গায়-

“আমার সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি”

৫২-তে যখন ওরা
মোদের ভাষা কেড়ে নিতে চায়..
মাগো, তোমার ছেলেরাতো
রক্ত দিয়ে এনেছিলো বিজয়..
৭১-এ যখন ওরা
দাসত্তেরই শেকল বেঁধে
লাশের বানে দেশটাকে ভাসালো..
তখন তোমার ছেলেরাতো
অস্ত্র হাতে রক্ত দিয়ে
মাগো তোমার সম্ভ্রম বাঁচালো..
তবু বলো আজ কেনো মা
ওরা আবার জেগে উঠে
নির্বিকারে নিচ্ছে কত প্রাণ..
ভয় পেয়োনা মাগো তুমি
অস্ত্র হাতে জেগে আছি
কন্ঠে আছে আজো সেই গান-

“আমার সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি”

আবার এলো যুদ্ধের ডাক
পুতুল সমাজ থাক পড়ে থাক চলো..
চলো বিজয় মিছিলে, সবারই সাথে..
রক্তে ভেজাবো রাজপথ
আনবো এক নতুন বিজয়..
গড়বো এক নতুন দেশ
থাকবেনা যেথা কষ্ট
নির্ভয়ে যেথা থাকবে আমার মা…
মা …………………
তোমার ছেলে আজ জেগেছে
ভয় পেয়োনা মশাল জ্বেলে আলো
দিবো ছড়িয়ে..
মনে আজ সেই সুর, ভাসে………

Posted: Thursday, August 4, 2016
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)