MILES

স্বপ্ন ভঙ্গ | Shopno Vongo - Miles | Lyrics

#Song: Shopnobhongo 
#Vocal: Shafin Ahmed 
#Album: Prottasha (1993) 
#Lyrics - 

কত স্বপ্ন ছিল দু'চোখে..
কত আশা ছিল এই বুকে..
কত প্রেম কত কথা কত হাসি গান..
সেই হাসি নেই তো আজ হয়ে গেছে ম্লান..

এক ঝড় এসে ভেঙ্গে দিয়ে গেলো..
তাই জীবনটা এলোমেলো..

বেদনায় কেঁদে উঠে মন যে আমার..
ব্যাথার সাগরে মিশে হয় একাকার..
এক ঝড় এসে ভেঙ্গে দিয়ে গেলো..
তাই জীবনটা এলোমেলো..

কাঁদাতে তবু আজো বেঁচে আছে হায়..
স্মৃতির সড়কে এসে থমকে দাঁড়ায়..
এক ঝড় এসে ভেঙ্গে দিয়ে গেলো..
তাই জীবনটা এলোমেলো..

Posted: Thursday, August 4, 2016
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)