MILES
পাহাড়ী মেয়ে | Pahari Meye - Miles | Lyrics
#Song: Pahari Meye
#Vocal: Shafin Ahmed
#Album: Prottasha (1993)
#Lyrics -
পাথুরে নদীর জলে
পাহাড়ি মেয়ে নামে
ভেজা তার তনু মন ধরা দেয় না
কি স্বপন এঁকে দিলো বলা যায় না
সাজানো চোখের মাঝে
সবুজ বনানী তাতে
ছায়া ফেলে এই জল ঝরনা
অধীর ঢেউ এ দোলা
নিয়ে যায় আনমনা
থেকে থেকে শুধু যন্ত্রনা
বাতাস আকুল হয়ে জলের ছন্দ নিয়ে
পাহাড়ী মেয়ে সে তো চেয়ে দেখে না
পাখি ডাকে অচেনা বয়ে যায় ভাবনা
স্বজন বুঝি তার ফিরে এলোনা
পাথুরে নদীর জলে
পাহাড়ি মেয়ে নামে
ভেজা তার তনু মন ধরা দেয় না
কি স্বপন এঁকে দিলো বলা যায় না
Posted: Thursday, August 4, 2016
পাহাড়ি মেয়ে নামে
ভেজা তার তনু মন ধরা দেয় না
কি স্বপন এঁকে দিলো বলা যায় না
সাজানো চোখের মাঝে
সবুজ বনানী তাতে
ছায়া ফেলে এই জল ঝরনা
অধীর ঢেউ এ দোলা
নিয়ে যায় আনমনা
থেকে থেকে শুধু যন্ত্রনা
বাতাস আকুল হয়ে জলের ছন্দ নিয়ে
পাহাড়ী মেয়ে সে তো চেয়ে দেখে না
পাখি ডাকে অচেনা বয়ে যায় ভাবনা
স্বজন বুঝি তার ফিরে এলোনা
পাথুরে নদীর জলে
পাহাড়ি মেয়ে নামে
ভেজা তার তনু মন ধরা দেয় না
কি স্বপন এঁকে দিলো বলা যায় না
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)