Bangla Mixed Album
ছোট ছোট ভুল | Choto Choto Vul - Chandan | Lyrics
#Song: Choto Choto Bhul
#Artist: Chandan
#Composer: Prince Mahmud
#Album: Khoma
#Lyrics -
ছোট ছোট কিছু কিছু ভুল কাছে এসে
তোমায় নিলো দূরে আমি একা অবশেষে
ব্যাথা দিয়ে গেলে আঘাত শুধু দিলে
এতটুকু দাওনি সময়
#Artist: Chandan
#Composer: Prince Mahmud
#Album: Khoma
#Lyrics -
তোমায় নিলো দূরে আমি একা অবশেষে
ব্যাথা দিয়ে গেলে আঘাত শুধু দিলে
এতটুকু দাওনি সময়
কত আর যে আঘাত
অপবাদ দেবে আমায়
যদি চাও ভেঙ্গে দাও
বাধা তো দেবো না তোমায়
অচেনা কত দুঃখ যে বলে কি হবে
তুমি নষ্ট হয়ে গেলে
কি হবে যদি শেষ করে সব
তুমিহীনা বেচে থাকা
এ আমার কোন দুঃখ নয়
দুঃখের কোন কবিতা নয়
কোন দিন ফিরে চাইবো না তোমায়
কোনদিন সে তোমায়
কত আর যে আঘাত
অপবাদ দেবে আমায়
যদি চাও ভেঙ্গে দাও
বাধা তো দেব না তোমায়
ছোট ছোট কিছু কিছু ভুল কাছে এসে
তোমায় নিল দুরে আমি একা অবশেষে
ব্যাথা দিয়ে গেলে আঘাত শুধু দিলে
এতটুকু দাও নি সময়
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)