OBLIQUE

স্তব্ধ | Stobdho - Oblique

তোমার চোখে আকাশ দেখে
উড়তে ভীষণ ভয় করে
জানি না সময় মত
নেমে আসতে পারবো কি!!
তুমি শত অভয় দিলেও
গান করতে ভীষণ ভয় করে
জানি না ভুল করে ফেললে
ঠিক করতে পারবো কি!!

কুয়াশা রাতে আমি
চুপচাপ গাছের শিকড়...
শুকনো পাতার ফাঁকে
পুরোনো অলস পাথর...

আমার অবাধ স্বাধীনতা
তবু স্বেচ্ছাচারী নই আমি
নিজের নিয়মে বন্দী জীবন...
নিয়ন আলোর মলিনতা
আর বিজ্ঞাপণের আদিখ্যেতা
অচেনা মুখগুলো বেশি আপন

সভ্যতার মুখোশে, স্বার্থের আপোষে
আড়াল করা প্রনয়ে, ব্যস্ততার অভিনয়ে

সরলরেখা আমি, তোমারই সমান্তরাল...
ভঙ্গুর প্রাচীরঘেরা, শ্যাওলাপরা দালান...

Posted: Wednesday, August 31, 2016
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)