SOULS
দেখা হবে বন্ধু | Dekha Hobe Bondhu - Souls | Lyrics
দেখা হবে বন্ধু
কারণে আর অকারণে
দেখা হবে বন্ধু
চাপা কোনো অভিমানে
দেখা হবে বন্ধু
সাময়িক বৈরিতায়
অস্থির অপাগরতায়
দেখা হবে বন্ধু
নাটকীয় কোনো বিনয়ী ভঙ্গিতে
ভালোবাসার শুভ্র ইঙ্গিতে
দেখা হবে বন্ধু নিয়ত
প্রতিদিন পাশ কেটে যাওয়া
সন্ধ্যার হিমেল হাওয়ায়
দেখা হবে বন্ধু
শ্লোগান মুখর কোনো এক মিছিলে
ব্যস্ততা থেকে ধার দিলে
দেখা হবে বন্ধু
ভীষণ খেয়ালী মনের আতিথেয়তায়
উচ্ছাসে প্রনয় প্রাক্কালে
Posted: Wednesday, August 31, 2016
কারণে আর অকারণে
দেখা হবে বন্ধু
চাপা কোনো অভিমানে
দেখা হবে বন্ধু
সাময়িক বৈরিতায়
অস্থির অপাগরতায়
দেখা হবে বন্ধু
নাটকীয় কোনো বিনয়ী ভঙ্গিতে
ভালোবাসার শুভ্র ইঙ্গিতে
দেখা হবে বন্ধু নিয়ত
প্রতিদিন পাশ কেটে যাওয়া
সন্ধ্যার হিমেল হাওয়ায়
দেখা হবে বন্ধু
শ্লোগান মুখর কোনো এক মিছিলে
ব্যস্ততা থেকে ধার দিলে
দেখা হবে বন্ধু
ভীষণ খেয়ালী মনের আতিথেয়তায়
উচ্ছাসে প্রনয় প্রাক্কালে
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)