Mixed Mp3 Songs

নীল আকাশ | Nil Akash | Lyrics

নীল নয়নে নীলাভ ভালবাসা
নীল আকাশের শত আশা
এ হৃদয়ে দেয়ালে আঁচড় কাটে
অবুঝ খেয়ালে

নীলিমার আলো,নিটোল হাসিতে
স্বপ্নীল ভাষা,স্নিগ্ধ ছোঁয়াতে
এ হৃদয়ে গহীনে, আঁচড় কাটে
অবুঝ খেয়ালে


নীল পদ্ম হাতে, নীল তুলিতে
নীল ভালোবাসার ছবি এঁকে যাই
এঁকে বারেবার কিছু আমার হারাবার

নীল নয়নে নীলাভ ভালবাসা
নীল আকাশের শত আশা
এ হৃদয়ে দেয়ালে আঁচড় কাটে
অবুঝ খেয়ালে

Posted: Wednesday, August 31, 2016
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)