Arnob

তুই কি জানিসনা | Tui Ki Janish Na - Arnob | Lyrics

তুই কি জানিসনা তোর জন্য কান্না
ভোরের ঘাসের ঠোটে শিশির হয়ে ছুটে
জানিস না কি তুই ঠিক যখনই ছুই
তোর চোখের পাতা চুল অমনি ফুটে ফুল

তুই নেই বলে পাতা গুলো সব ফাকা
তুই নেই বলে মন শুধু করে খাখা
তুই নেই বলে একলা শালিক ডাকে
তুই নেই বলে মধু নেই মৌচাকে
তুই নেই তাই মেঘ কাদে হয় জল
তুই আসবি আসবিটা কবে বল?
তুই কাছে নেই তাই
বিচ্ছিরি লাগে রাত বিচ্ছিরি লাগে দিন
বিচ্ছিরি লাগে সাধ বিচ্ছিরি লাগে দিন

তবু তুই রয়েছিস বলে-
তবু তুই রয়েছিস বলে ঘাসফুলে জল দোলে
তবু তুই রয়েছিস তাই তারাদের রোস নাই
তবু তুই রয়েছিস জানি স্বপ্নের হাতছানি
সুরে দূর থেকে ডাকে মেঠো রাস্তার বাকে
তুই রয়েছিস তাই ওদের সাথে যাই

Posted: Wednesday, August 31, 2016
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)