Kishore Kumar
পৃথিবী বদলে গেছে | Prithibi Bodle Geche - Kishore Kumar | Lyrics
পৃথিবী বদলে গেছে
যা দেখি নতুন লাগে
তুমি আমি একই আছি
দুজনে যা ছিলাম আগে
সময় চিরদিন শুধু বয়ে যায়
থেমে সে তো থাকে না
কত ঝড় মেঘ আসে চলে যায়
আকাশ মনে রাখে না
শুধু প্রথম জীবনের ভালোবাসা
স্বপ্নেরই মত জাগে
পড়ে কি মনে তুমি আমি
এই পথ ধরে যেতাম
ভালোই হতো সেই দিনগুলো
ফিরে যদি পেতাম
সেই তোমাকে পাবো নাকি
আজ প্রাণের অণুরাগে
Posted: Wednesday, August 31, 2016
যা দেখি নতুন লাগে
তুমি আমি একই আছি
দুজনে যা ছিলাম আগে
সময় চিরদিন শুধু বয়ে যায়
থেমে সে তো থাকে না
কত ঝড় মেঘ আসে চলে যায়
আকাশ মনে রাখে না
শুধু প্রথম জীবনের ভালোবাসা
স্বপ্নেরই মত জাগে
পড়ে কি মনে তুমি আমি
এই পথ ধরে যেতাম
ভালোই হতো সেই দিনগুলো
ফিরে যদি পেতাম
সেই তোমাকে পাবো নাকি
আজ প্রাণের অণুরাগে
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)