Rabindra Sangeet
যখন পরবে না মোর | Jokhon Porbe Na Mor | Lyrics
শিরোনামঃ যখন পড়বে না মোর
-রবীন্দ্রসঙ্গীত
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে
আমি বাইব না মোর খেয়াতরী এই ঘাটে
চুকিয়ে দেবো বেচা কেনা
মিটিয়ে দেব গো, মিটিয়ে দেবো লেনা দেনা
বন্ধ হবে আনাগোনা এই হাটে
তখন আমায় নাইবা মনে রাখলে
তারার পানে চেয়ে চেয়ে
নাইবা আমায় ডাকলে
যখন জমবে ধুলা তানপুরাটার তারগুলায়
কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায় আহা
ফুলের বাগান ঘন ঘাসের পরবে সজ্জা বনবাসের
শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধারগুলায়
তখন আমায় নাইবা মনে রাখলে
তারার পানে চেয়ে চেয়ে
নাইবা আমায় ডাকলে
তখন এমনি করেই বাজবে বাঁশি এই নাটে
কাটবে দিন কাটবে
কাটবে গো দিন আজও যেমন দিন কাটে
আহা তখন এমনি করেই বাজবে বাঁশি এই নাটে
ঘাটে ঘাটে খেয়ার তরী এমনি সে দিন উঠবে ভরি
চরবে গোরু খেলবে রাখাল ওই মাঠে
তখন আমায় নাইবা মনে রাখলে
তারার পানে চেয়ে চেয়ে
নাইবা আমায় ডাকলে
তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি
সকল খেলায় করবে খেলা এই আমি
আহা কে বলে গো সেই প্রভাতে নেই আমি
নতুন নামে ডাকবে মোরে বাঁধবে
বাঁধবে নতুন বাহু ডোরে
আসব যাব চিরদিনের সেই আমি
তখন আমায় নাইবা মনে রাখলে
তারার পানে চেয়ে চেয়ে
নাইবা আমায় ডাকলে
Posted: Wednesday, August 31, 2016
-রবীন্দ্রসঙ্গীত
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে
আমি বাইব না মোর খেয়াতরী এই ঘাটে
চুকিয়ে দেবো বেচা কেনা
মিটিয়ে দেব গো, মিটিয়ে দেবো লেনা দেনা
বন্ধ হবে আনাগোনা এই হাটে
তখন আমায় নাইবা মনে রাখলে
তারার পানে চেয়ে চেয়ে
নাইবা আমায় ডাকলে
যখন জমবে ধুলা তানপুরাটার তারগুলায়
কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায় আহা
ফুলের বাগান ঘন ঘাসের পরবে সজ্জা বনবাসের
শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধারগুলায়
তখন আমায় নাইবা মনে রাখলে
তারার পানে চেয়ে চেয়ে
নাইবা আমায় ডাকলে
তখন এমনি করেই বাজবে বাঁশি এই নাটে
কাটবে দিন কাটবে
কাটবে গো দিন আজও যেমন দিন কাটে
আহা তখন এমনি করেই বাজবে বাঁশি এই নাটে
ঘাটে ঘাটে খেয়ার তরী এমনি সে দিন উঠবে ভরি
চরবে গোরু খেলবে রাখাল ওই মাঠে
তখন আমায় নাইবা মনে রাখলে
তারার পানে চেয়ে চেয়ে
নাইবা আমায় ডাকলে
তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি
সকল খেলায় করবে খেলা এই আমি
আহা কে বলে গো সেই প্রভাতে নেই আমি
নতুন নামে ডাকবে মোরে বাঁধবে
বাঁধবে নতুন বাহু ডোরে
আসব যাব চিরদিনের সেই আমি
তখন আমায় নাইবা মনে রাখলে
তারার পানে চেয়ে চেয়ে
নাইবা আমায় ডাকলে
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)