Bappa Mazumder
ফিরে পেতে চাই | Fire Pete Chai - Sanjib and Bappa | Lyrics
আমি ফিরে পেতে চাই সেই বৃষ্টি ভেজা সুর
আমি ফিরে পেতে চাই সাত সুখের সমুদ্দুর
শুধু একটিবার তুমি বৃষ্টি ঝরাও ফিরে চাও
শুধু একটিবার তুমি স্বপ্ন ওড়াও ফিরে চাও
আমার সুরের সাথে তোমার সুর মেলাও
তীরহারা এই দুঃসময়ে স্বপ্ন ডাক দেয়
হাতছানিতে যাই হারিয়ে আধার অচেনায়
আমার গানের সাথে তোমার গান মেলাও
আমি ফিরে পেতে চাই সেই বৃষ্টি ভেজা সুর
আমি ফিরে পেতে চাই সাত সুখের সমুদ্দুর
কোন গভীরে ডুবে ছিলে কোন সে মোহনায়
যায় সীমানা যায় পেরিয়ে তোমার আঙ্গিনায়
চোখের পলক চোখের সুর কি একাকার
Posted: Sunday, August 28, 2016
আমি ফিরে পেতে চাই সাত সুখের সমুদ্দুর
শুধু একটিবার তুমি বৃষ্টি ঝরাও ফিরে চাও
শুধু একটিবার তুমি স্বপ্ন ওড়াও ফিরে চাও
আমার সুরের সাথে তোমার সুর মেলাও
তীরহারা এই দুঃসময়ে স্বপ্ন ডাক দেয়
হাতছানিতে যাই হারিয়ে আধার অচেনায়
আমার গানের সাথে তোমার গান মেলাও
আমি ফিরে পেতে চাই সেই বৃষ্টি ভেজা সুর
আমি ফিরে পেতে চাই সাত সুখের সমুদ্দুর
কোন গভীরে ডুবে ছিলে কোন সে মোহনায়
যায় সীমানা যায় পেরিয়ে তোমার আঙ্গিনায়
চোখের পলক চোখের সুর কি একাকার
Post By: FarhaN Fahidur Rahim
1 মন্তব্য(গুলি)
Nostalgia!
ReplyDelete