Topu

ইচ্ছের ঘুড়ি | Ichher Ghuri - Topu & Anila | Lyrics

জানি সত্য নয় শুধু কল্পনায়
ইচ্ছের ঘুড়ি আমরাই উড়াই
স্বপ্ন গুলো সত্যি হবে তারি অপেক্ষায়
জানি সত্য নয় শুধু কল্পনায়

অল্প কিছু কথা আর একটু ভালবাসা
দুঃখ পেলেও মনে নতুন এক আশা
এর মাঝেই জয় পরাজয় এর মাঝেই পাওয়া
কেটে যায় সময় এর মাঝেই আমরা
জানি সত্য নয় শুধু কল্পনায়
ইচ্ছের ঘুড়ি আমরাই উড়াই

আঁধার রাতে আমরা জোনাকি
আলোকিত পৃথিবীর চাঁদ হয়েছি সাথী
অচেনা পথে শত বাধা পেরিয়ে
এগিয়ে যেতে ইচ্ছে করে
জানি সত্য নয় শুধু কল্পনায়
ইচ্ছের ঘুড়ি আমরাই উড়াই

Posted: Wednesday, August 31, 2016
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)