HABIB
ময়না গো | Moyna Go - Habib ft Julie | Lyrics
ময়না গো, ও মোর ময়না গো
কার কারণে তুমি একেলা
কার বিহনে বিহনে দিবা নিশি যে উতলা
সে তো আসবেনা
সে তো ফিরবেনা, ফিরবেনা
ময়না গো, ও মোর ময়না গো
দূর দূর দূর দূর পানে আনমনে চাহিয়া
কি বিরাগে রাগিনী যাও গাইয়া
সবুজে সবুজে ভরা বনানী
গৌরবে ফাগুন বুঝি জানোনি
হায়রে হায়রে বুঝি তা জানোনি
ময়না গো, ও মোর ময়না গো
কার কারণে তুমি একেলা
কার বিহনে বিহনে দিবা নিশি যে উতলা
সে তো আসবেনা
সে তো ফিরবেনা, ফিরবেনা
ও মোর ময়না গো
ঝর ঝর ঝর দু নয়নে ঝর ঝর ঝরায়ে
কেনো থাকো বিষাদে মন ভরায়ে
যা কিছু হারায়ে গেলো যাকনা
নীল আকাশে মেলে পাখনা
দার দার মেলে পাখনা
Posted: Wednesday, August 31, 2016
কার কারণে তুমি একেলা
কার বিহনে বিহনে দিবা নিশি যে উতলা
সে তো আসবেনা
সে তো ফিরবেনা, ফিরবেনা
ময়না গো, ও মোর ময়না গো
দূর দূর দূর দূর পানে আনমনে চাহিয়া
কি বিরাগে রাগিনী যাও গাইয়া
সবুজে সবুজে ভরা বনানী
গৌরবে ফাগুন বুঝি জানোনি
হায়রে হায়রে বুঝি তা জানোনি
ময়না গো, ও মোর ময়না গো
কার কারণে তুমি একেলা
কার বিহনে বিহনে দিবা নিশি যে উতলা
সে তো আসবেনা
সে তো ফিরবেনা, ফিরবেনা
ও মোর ময়না গো
ঝর ঝর ঝর দু নয়নে ঝর ঝর ঝরায়ে
কেনো থাকো বিষাদে মন ভরায়ে
যা কিছু হারায়ে গেলো যাকনা
নীল আকাশে মেলে পাখনা
দার দার মেলে পাখনা
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)